আজ ২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

জোর করে দখলে নেয়া স্কুল মাঠে খেলতে গিয়ে মারাত্মক আহত ৩জন , চিকিৎসা নিতে হাসপাতালের কাউন্টারে ছাত্র-ছাত্রীদের ভীড়

ভোরের আলো ডেস্কঃ

জোর করে দখলে নেয়া স্কুলের মাঠ আয়ত্বে আনতে করিমগঞ্জে মারামরি সংঘটিত হয়েছে। মারাত্মক জখম হয়েছে ৩জন ঃ আহত অনেক।

করিমগঞ্জের নোয়াবাদ ইউনিয়নের ঝাউতলা গ্রামের সাফি উদ্দিন নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এন্ড প্রি-ক্যাডেট স্কুলের মাঠ আয়ত্বে আনতে গিয়ে এক রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে।
ঝাউতলা গ্রামে অবস্থিত স্কুলের মাঠটি কয়েকদিন আগে একই গ্রামের আবদুল বারিকের ছেলে নূরে আলমগং কাটাতারের বেড়া দিয়ে স্কুলের ছাত্র-ছাত্রীদের স্কুল মাঠে খেলার পথ রুদ্ধ করে। তদুপরি ছোটো ছোটো কয়েকটি টিনশেড ঘর স্থাপন করে। এ নিয়ে ছাত্র-ছাত্রীরা বিক্ষুব্ধ হয়ে গত ১৭ সেপ্টেম্বর এক মানববন্ধন কর্মসূচি পালন করে।

উল্লেখ্য যে, স্থানীয় প্রশাসন কর্তৃক এ মাঠে ১৪৪ ধারা দেয়া আছে। প্রশাসনকে জানানো হলেও কোনো পদক্ষেপ না নেওয়ায় আজ ১৯সেপ্টেম্বর সকাল ১১টায় ছাত্র-ছাত্রীরা খেলা-ধুলার প্রয়োজনে মাঠে নামলে দখলকাররা দেশিয় অস্ত্রে-শস্ত্রে সজ্জিত হয়ে আবদুল বারিকের ছেলে নূরে আলমের নেতৃত্বে সদলবলে সন্ত্রাসীরা তাদেরকে কোপাতে শুরু করে। এতে ছাত্র-ছাত্রী ও শিক্ষকগণ দিগবিদিক প্রাণভয়ে ছুটতে থাকে। এলাকার লোকজন আশংকাজনক অবস্থায় ৪জনকে উদ্ধার করে কিশোরগঞ্জ হাাপাতালে প্রেরণ করে।

অন্যান্য আহত ছাত্র-ছাত্রীরা হাসপাতালের লাইনে দাঁড়িয়ে চিকিৎসা নেয়ার জন্য টিকেট সংগ্রহ করতে দেখা গেছে।

আহতদের মধ্যে (১)করিমগঞ্জ চরপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী মোছাঃ উম্মে সাইমা,(২) জাউতলা আলিম মাদরাসার প্রফেসর মোঃ আবদুর রউফ,(৩) ঝাউতলা গ্রামের আবদুল হান্নানের স্ত্রী নাসিমা আক্তার।

স্থানীয়  সেনা সদস্য মোঃ শফিকুল ইসলাম, পিতামৃত-আবুল হোসেন,গ্রাম-ঝাউতলা, ইউনিয়ন -নোয়াবাদ, ডাকঘর-পাড়াবালিয়া নামের ব্যক্তিটির উস্কানিতে এসব জবর-দখল ও মারামারি সংঘটিত হচ্ছে বলে  ছাত্র-ছাত্রীরা সাংবাদিকদের কাছে অভিযোগ করে।
এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category