কিশোরগঞ্জে দৈনিক বাংলাদেশ কন্ঠের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।
বর্ণাঢ্য ও আনন্দঘন পরিবেশে কিশোরগঞ্জে উদযাপিত হলো ঢাকা থেকে প্রকাশিত মাটি ও মানুষের দৈনিক বাংলাদেশ কন্ঠের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী।
এ উপলক্ষে সোমবার (৩০ সেপ্টেম্বর) সন্ধায় কিশোরগঞ্জ শহরের গৌরাঙ্গ বাজারের সেগুনবাগিচায় কিশোরগঞ্জ নিউজ অফিসে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
প্রতিষ্ঠা বার্ষিকীর এই আয়োজনে এতে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক বাংলাদেশ কণ্ঠের জেলা প্রতিনিধি মো. শফিক কবীর।
দৈনিক মানবজমিন এর স্টাফ রিপোর্টার (কিশোরগঞ্জ) আশরাফুল ইসলামের সঞ্চালনায় পত্রিকাটির বহুল প্রচার ও যুগপূর্তির শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন
জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি একে নাসিম খান, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, সহসম্পাদক মনিরুজ্জামান চৌধুরী সোহেল, জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি হাফেজ আলহাজ্ব খালেকুজ্জামান, জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান রেজাউল হাবিব রেজা, জেলা ছাত্র দলের সভাপতি মারুফ মিয়া, সাংবাদিক আমিনুল হক সাদী, সাংবাদিক সাজন আহমেদ পাপন, সাংবাদিক ফারুকুজ্জামান, সাংবাদিক আবু সাঈদ, সাংবাদিক হুমায়ুন কবির, সাংবাদিক মনির হোসেন প্রমুখ।
এসময় জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি, ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Leave a Reply