আজ ৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমএ আফজলসহ ৫নেতা গ্রেফতার

ভোরের আলো বিডি ডেস্কঃ

কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এম. এ আফজলসহ পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকাল মঙ্গলবার গভীর রাতে এবং আজ বুধবার সকালে নিজ নিজ বাসা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার অপর চার জন হলেন তাড়াইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক মোতাহার, সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন লাকী, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়েত করিম অমি ও জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শামসুল ইসলাম মাছুম।

জেলা আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার মো. আশরাফুল ইসলাম। তিনি জানান, তাঁদের বিরুদ্ধে ছাত্র-জনতার ওপর হামলা ও দুজনকে পুড়িয়ে হত্যার মামলা থাকায় গ্রেপ্তার করা হয়েছে।

অন্যদিকে তাড়াইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম। ওসি জানান, তাঁদের দুজনের বিরুদ্ধে কিশোরগঞ্জ মডেল থানায় ছাত্র-জনতার ওপর হামলার মামলা রয়েছে।

কোর্টে জামিন আবেদন করায় আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়েত করিম অমি ও ধর্ম বিষয়ক সম্পাদক শামছুল ইসলাম মাসুম এ দু’জনকে জামিন প্রদান করে আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category