কিশোরগঞ্জে সবুজ পল্লব ফাউন্ডেশন এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৩ ডিসেম্বর২০২৪(শুক্রবার) তারিখে সবুজ পল্লব ফাউন্ডেশন এর উদ্যোগে কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়ন এ শীত বস্ত্র বিতরণ কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে মোট ৭০ টি পরিবারের মধ্যে সবুজ পল্লব ফাউন্ডেশন এর পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়।
মো: বোরহান উদ্দীন এর সঞ্চালনায় ও মো: মনজিল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠন এর উপদেষ্টা আজিজুল ইসলাম, মো: জাহাঙ্গীর আলম,সহ: সভাপতি নূরুল আমীন, তানবীর ইসলাম, আসিকুল ইসলাম, সহ আরও অনেকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উক্ত সংগঠন এর কিশোরগঞ্জ শাখার উপদেষ্টা তাজউদ্দীন আহমেদ, মো: আব্দুল্লাহ, সহ: সভাপতি খাইরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক : আসাদুল ইসলাম আরিফ, সহ:সাধারণ সম্পাদক তামিম ইকবাল। অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ইয়াসিন, শরিয়তউল্লাহ, জাকারুল ইসলাম, আরমান হোসেন, আনোয়ার হোসেন প্রমুখ।
অনুষ্ঠানের মূল স্লোগান ছিল “সবাই মিলে জ্বালবো আলো,
দূর হবে সব আঁধার-কালো। ” বক্তারা সমাজের অভাবগ্রস্থ ও পিছিয়ে পড়া মানুষগুলোর জন্য সামর্থ্যবানরা সবাই মিলে সহযোগিতা ও সহমর্মিতার হাত বাড়িয়ে দিয়ে একটি বৈষম্যহীন ও আলোকিত সমাজ গঠনের আহবান জানান।” তাছাড়া সমাজের ছাত্রসমাজ, তরুণ ও যুবসমাজকে খেলাধূলা, ও সুস্থ বিনোদন চর্চায় উৎসাহী করে ইভটিজিং ও মাদকের মত সমাজ বিধ্বংসী পথ থেকে বিরত রাখার উপর গুরুত্ব আরোপ করা হয়। এলাকাবাসী ও সংগঠন এর সদস্যদের সমন্বিত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রানবন্ত হয়ে উঠে। আর তাই সমাজ বিনির্মাণে মানবিক প্রেরণায় উজ্জীবিত হয়ে সবুজ পল্লব ফাুন্ডেশনের ভূয়সী প্রশংসায় মুখরিত হয় এলাকার জনগণ।
Leave a Reply