আজ ৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

oppo_3

হয়বত নগর যুবসমাজ ও এলাকাবাসীর উদ্যোগে ৩য় বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

মোঃ রেজাুল হাবিব রেজা/সম্পাদক

সকল মুমিন-মুমিনাত ব্যক্তিদেররূহের মাগফিরাত কামনায় হয়বতনগর যুবসমাজ ও এলাকাবাসীর উদ্যোগে এক ওয়াজ ও দু’আর মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৩ ডিসেম্বর,শুক্রবার সন্ধ্যা ৬টা হতে রাত ১ঘটিকা পর্যন্ত ৭ঘন্টাব্যাপি এই মাহফিলের কার্যক্রম চলে।
মাহফিলটি সঞ্চালনা করেন ভোরের আলো সাহিত্য আসরের প্রতিষ্ঠাতা মোঃ রেজাউল হাবিব রেজা।
বিশিষ্ট চিন্তাবিদ হযরত মাওলানা আজিজুল হক সাহেবের সভাপতিত্বে এই মাহফিল অনুষ্ঠিত হয়। সভাপতির খন্ডসময়ের অনুপস্থিতিতে সভাপতির দায়িত্ব পালন করেন দেওয়ান ফাত্তাহ দাদ খান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিবহন মালিক সমিতির সভাপতি মোঃ আনিসুজ্জামান বাবুল, প্রধান বক্তা হিসেবে বয়ান করেন হযরত মাওঃ পীর শরফুদদ্দিন হোসাইন।
অন্যান্য আলোচক বৃন্দের মধ্যে বয়ান করেন শোলাকিয়া ঈদগাহ মাঠের সাবেক ইমাম মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ আল মাসলুল, আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ, হয়বতনগর এ,ইউ, কামিল মাদরাসা,কিশোরগঞ্জের বিভাগীয় প্রধান হাফেজ মাওলানা সাদিক আহমদ মাহফুজ সিলেটী, বাংলাদেশ মাজলিসুল মুফাসসীরীন করিমগঞ্জ উপজেলা শাখার সভাপতি হযরত মাওলানা মুফতি আলাউদ্দিন, দেওয়ান সাহেব বাড়ি জামে মসজিদের খতিব হযরত মাওলানা জহিরুল ইসলাম, হয়বতনগর ফিসারী রোডস্থ মসজিদে ইলাহী জামে মসজিদের সহকারী খতিব হযরত মাওলানা ক্বারী মাহবুবুর রহমান, সওয়াব রেছানিকারী হযরত মাওলানা তাজুল ইসলাম নূরী প্রমূখ।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিত্ব, মো: মাসুদুর রহমান পল্লব,জাতীয়তাবাদী কিশোরগঞ্জ জেলা যুবদলের সভাপতি মো: খসরুজ্জামান, কাউন্সিলর মোঃ আফতাব উদ্দিন মিলন ও আরজগুজার করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ আজাদ রহমান বিপ্লব। রাত ১টায় মোনাজাতের ভেতর দিয়ে মাহফিলের কার্যক্রম শেষ হয়।
মাহফিলের মূল আকর্ষণ ছিলো বক্তার বক্তৃতাকে তাৎক্ষণিকভাবে কবিতাবন্দী করে মাইক্রোফোনে প্রকাশ করা। তাছাড়া হামদ-নাত, কোরআন তেলাওয়াত,দু’আ, ছানা, জিকির ছিলো মাহফিলকে চাঙ্গা রাখার উত্তম ব্যবস্থা। পিনপতন নিরবতার মধ্যি দিয়েই সুশৃঙ্খল পরিবেশে মাহফিলের সমাপ্তি ঘটে। এই মাহফিলটি প্রতিবছর সৈয়দ ফজলুল বারী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ ও দেওয়ান সাহেব বাড়ির গোরস্তান সংলগ্ন মাঠে করে আসছে এলাকার যুবসমাজ ও গণ্যমান্য নেতৃবর্গ। এ বছর মাহফিল অনুষ্ঠানের উদ্যোক্তায় সমন্বয়কের ভুমিকা পালন করেন মাওলানা তাজুল ইসলাম নূরী। এ মাহফিলটি ছিলো ৩য় বর্ষ ওয়াজ মাহফিল। আগামীতে এ মাহফিলকে বড় করতে আয়োজনকারীগণ দৃপ্তকন্ঠে কন্ঠে প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category