আজ ২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ভৈরবে শিশু হত্যার লোমহর্ষক ঘটনা। আটক ২

ভোরের আলোর বিডি ডেস্কঃ

২০২৪সালের শেষ উপহার কিশোরগঞ্জ জেলার ভৈরবের এক শিশু হত্যা  ! পুলিশ এর রহস্য উদঘাটনে তৎপর হয়েছে ও একজনকে গ্রেফতারও করেছে।

কিশোরগঞ্জের ভৈরবে নিখোঁজের একদিন পর সাহাল (নামে এক শিশুর লাশ উদ্ধার

করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে পঞ্চবটি এলাকার নতুন রাস্তা সংলগ্ন বলাকা

স্কুলের পিছনের দিল মোহাম্মদের বাসায়

ঘটনাটি ঘটেছে। 

নিহত সাহাল ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ

এলাকার কাতার প্রবাসী সানাউল্লাহ বাবুর

ছেলে। 

 ঘটনায় বাসার ভাড়াটিয়া হাছান মিয়া (৩৮ শিশুটির মা মোমেনা বেগমকে আটক

করেছে পুলিশ

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছেসোমবার সাহাল তার মায়ের সঙ্গে মাগরিবের নামাজ আদায় করে। নামাজ শেষে বাসায় বিদ্যুৎ চলে যায়। এরপর থেকেই সাহালকে খুঁজে পাওয়া যাচ্ছিলনা। বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করেও তার সন্ধান মিলেনি। পরে থানায় জিডি করেন শিশুটির মা। অভিযোগ পাওয়ার পর ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি

মোশাহিনের নেতৃত্বে পুলিশ পাশের ভাড়াটিয়ার বাসার তালা ভেঙে ওয়্যারড্রবের ভিতর থেকে মুখে স্কচটেপ পেচানো শিশুর লাশ উদ্ধার করেভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি

মো.শাহিন মিয়া বলেন, “শিশুটি নিখোঁজ হওয়ার অভিযোগ পেয়ে আমরা অভিযান চালাই। ঘটনাস্থলে গিয়ে কিছু আলামতের ভিত্তিতে পাশের ভাড়াটিয়ার ঘরের তালা ভেঙে ওয়্যারড্রবের ভিতর মুখে স্কচটেপ পেচানো সাহালের লাশ উদ্ধার করি।

শিশুটির মা মোমেনা বেগমের সঙ্গে পাশের ভাড়াটিয়া হাছান মিয়ার পরকীয়া সম্পর্কের জেরে শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের।

এলাকার জনগণ এ হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার চায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category