আজ ২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

করিমগঞ্জের কোম্পানী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কবির উদ্দিন আহমেদ আর নেই

ভোরের আলো বিডি ডেস্কঃ

দুনিয়া থেকে সকল মানুষ বিদায় নিতে হবে এটা চিরন্তন সত্য। কিন্তু কিছু মানুষ চিরবিদায় গ্রহণ করেও অমর হয়ে থাকেন। ১৯৭১ সনের রণাঙ্গণের বীর মুক্তিযোদ্ধা শেখ কবির উদ্দিন (৮৬) আহমেদ সেই অমরদের মধ্যে একজন। তিনি আজ ২জানুয়ারি-২০২৫ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। কিন্তু স্বাধীনতা সংগ্রামে এক কোম্পানী কমান্ডার হিসেবে দেশ মাতৃকার জন্য যে দায়িত্ব পালন করেছিলেন তা অবিস্মরণীয়। সে  হিসেবে তিনি ইতিহাসে চির স্মরণীয় হয়ে থাকার জন্য বিরাট প্রমাণিত ডকুমেন্ট।

 তিনি কিশোরগঞ্জ (করিমগঞ্জ-তাড়াইলআসনের বিএনপির সাবেক সংসদ সদস্য মুক্তিযুদ্ধকালীন কোম্পানী কমান্ডার ছিলেন। আজ  বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। তিনি স্ত্রীপাঁচ ছেলেএক মেয়েআত্মীয়স্বজন  অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের দেওপুর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা কবির উদ্দিন আহমেদ বিএনপির প্রতিষ্ঠাকালীন সময়ে কিশোরগঞ্জ জেলা বিএনপির অন্যতম নেতা এবং করিমগঞ্জ উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।

তিনি ১৯৭৯  ১৯৯১ সনের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী হিসেবে কিশোরগঞ্জ (করিমগঞ্জতাড়াইলআসন থেকে নির্বাচন করেন। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

মহান মুক্তিযুদ্ধে বিভিন্ন ইউনিটে তিনি অসীম সাহসিকতার সঙ্গে লড়াই করেন। ১৯৭১ সালের ১৭ ডিসেম্বর তার নেতৃত্বে কিশোরগঞ্জ শহর হানাদারমুক্ত হয় মুক্তিযুদ্ধের পর তিনি নিয়ামতপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন।

তার এক ছেলে কিশোরগঞ্জ জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক ভিপি সাইফুল ইসলাম সুমন করিমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।

বীর মুক্তিযোদ্ধা কবির উদ্দিন আহমেদ এর মৃত্যুতে সম্মিলিত সামাজিক আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট অশোক সরকার, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি ওয়ালীউল্লাহ রাব্বানী, ‍কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট আমিনুল ইসলাম রতন, করিমগঞ্জ ইতিহাস ওইতিহ্য সংরক্ষণ কমিটিসহ বিভিন্ন ব্যক্তি ও সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক ও সাংবাদিক সংগঠন  গভীর শোক প্রকাশ করেছেন এবং, তার আত্মার মাগফিরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

তার মৃত্যুতে করিমগঞ্জে শোকের ছায়া নেমে এসেছে। তিনি সকলের শ্রদ্ধার পাত্র ছিলেন। আগামীকাল জুম্মা নামাজের পর জানাযা ও দাফন করার কথা রয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category