Update Time : ফেব্রুয়ারি, ২৪, ২০২৫, ১২:৫৭ অপরাহ্ণ
178 View
ভোরের আলো বিডি ডেস্কঃ
মাদকাসক্তি আর মোবাইল ফোনের নেশা দু’টিই যেন আজ সমান্তরাল। ক্ষতি ও ধ্বংসের প্রতিযোগিতায় কোনোটিই আর পিছিয়ে নেই। দুটিই আজ জীবন ধ্বংসের খেলায় চ্যাম্পিয়ন। প্রয়োজনেেই হোক আর অপ্রয়োজনেই হোক মোবাইল ফোন হাতে নিলে আর হুঁশ থাকেনা। আর হুঁশ থাকেনা বলেই ফোন করতে করতে একজনের জীবন প্রদীপ নিভে গেল সহসাই।বলছি কিশোরগঞ্জের এক দূর্ঘটনার শিকার অসচেতন ব্যক্তির কথা।
কিশোরগঞ্জে মোবাইল ফোনে কথা বলা অবস্থায় এক ব্যক্তি ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন। তিনি নিকলী উপজেলার ভাটি বরাটিয়া গ্রামের আব্দুল মজিদ (৪৫) বলে জানিয়েছেন কিশোরগঞ্জ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিটন মিয়া।
তিনি জানিয়েছেন, আজ সোমবার সকাল সাড়ে ৬টার দিকে কিশোরগঞ্জ স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে আন্তঃনগর এসারসিন্দুর প্রভাতী ট্রেন ছেড়ে যায়। ট্রেনটি আধা কিলোমিটার দূরে সিদ্ধেশ্বরী বাড়ি এলাকায় গেলে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা তাকে জানিয়েছেন, নিহত আব্দুল মজিদ রেললাইনে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিলেন। লোকজন তাকে ডাকলেও তিনি শুনতে পাননি। মরদেহ ময়নাতদন্ত করানো হবে। বাড়িতে স্বজনদের খবর দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কিশোরগঞ্জের জিআরপি থানার ওসি।
Leave a Reply