আজ ৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আল-আজহার মাদরাসার পক্ষ হতে মাহে রমজানকে স্বাগত জানিয়ে র‍্যালি, আলোচনা দু’আ অনুষ্ঠান

ভোরের আলো বিডি ডেস্কঃ

আল-আজহার মাদরাসা কিশোরগঞ্জ এর পবিত্র মাহে রমজানকে স্বাগতম জানিয়ে র‍্যালি,আলোচনা ও  দু’আ  অনুষ্ঠিত হয়েছে।।

আজ ১মার্চ (শনিবার)  সকালে  আল-আজহার মাদরাসা পরিচালক মাওলানা অলীউর রহমান এর নেতৃত্বে র‍্যালিটি শুরু হয়। এতে অংশ গ্রহণ করে নার্সারি ১ম ২য় ও ৩য় শ্রেণির শিক্ষার্থীরা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা মতিউর রহমান পরিচালক আন-নূর মডেল স্কুল এন্ড মাদরাসা বত্রিশ মনিপুর ঘাট কিশোরগঞ্জ। আরো উপস্থিত ছিলেন আল-আজহার মাদরাসা এর সহকারী শিক্ষক আমিনুল ইসলাম ও নোমান আহমেদ। হিফয বিভাগের সহকারী শিক্ষক রুহুল আমিন ও আফটার স্কুল মাকতাব বিভাগের সহকারী শিক্ষক মাওলানা খলিলুর রহমান প্রমুখ।

“মাহে রমজানের পবিত্রতা রক্ষা, ।দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখা, দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা এবং আত্মশুদ্ধি অর্জনের চেষ্টা করা ” এইসব প্রতিপাদ্যকে সামনে রেখে র‍্যালিটি লিংক রোডস্থ  আল-আজহার মাদরাসার সামনে থেকে শুরু হয়ে হয়বতনগর এ,ইউ কামিল মাদরাসার পাশ দিয়ে হারুয়া মোড় হয়ে গুরুদয়াল সরকারি কলেজ মোড় থেকে লিংক রোডে প্রবেশ করে  এবং মাদরাসার ফটকের সামনে এসে র‍্যালিটি শেষ হয়। র‍্যালির শেষান্তে পরিচালক মাওলানা অলীউর রহমান সকলকে সংক্ষিপ্ত আলোচনায় ধন্যবাদ  জানান এবং দু’আ  ও মোনাজাতের মধ্য দিয়ে মাহে রমজানের স্বাগত অনুষ্ঠানের কর্মসূচি শেষ করেন।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category