আজ ২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জের NEWS17BD.COM এর আবার নবরূপে যাত্রা শুরু

কটিয়াদী থেকে রীমা আক্তারঃ

””””””'””””””””””””””””””””””””

কিশোরগঞ্জের আলোচিত ও বহুল প্রচারিত অনলাইন ভার্সনের পত্রিকা News17bd.comআবার নতুনরূপে যাত্রা শুরু করেছে। এ অনলাইন পত্রিকাটি ২০১৯সালে যাত্রা শুরু করেছিল। ১৭সংখ্যার এক বিশেষত্ব আছে বলে নিউজ সেভেনটিন নাম দেয়া হয়েছিল। পত্রিকাটির জন্মও হয়েছিল ১৭জুন। একটি ওইতিহ্গ্রাযবাহী  গ্রামের নামও ১৭ দরিয়া। ১৭দরিয়া গ্রামে জন্ম নিয়েছিলেন এশিয়া উপমহাদেশের প্রখ্যাত সাংবাদিক আতাউস সামাদ।  আবার ১৭মার্চে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেছিলেন। মুসলমানদের প্রতিদিনকার নামাজে ১৭রাকাত ফরজ রয়েছে। এভাবে হাজারো ১৭রয়েছে যা অতীব গুরুত্বপূর্ণ সংখ্যা বলে সবাই জানে। তাই সেই ওইতিহাসিক ১৭দিয়েই এ অনলাইন ভার্সনের  পত্নারিকার নামকরণ করা হয়েছিল news17bd.com.

যাত্রাপথে নানা চড়াই-উৎরাই পেরিয়ে এ পত্রিকার বয়স আজ তিন বছর হতে চলেছে।

চলার পথে  সবার দু’আ ভালবাসা ও সহযোগীতা কামনা করছেন এ পত্রিকার প্রকাশক ও সম্পাদক হাজী আবু সাঈদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category