২১আগস্ট রবিবার সকাল ১০ ঘটিকায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে ঘন্টাব্যাপি এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনের নেতৃত্ব দেন উপরোক্ত সংগঠনের সদস্য নিপা আক্তার।সঞ্চালনা করেন কিশোরগঞ্জ নারী হেনস্থাকারী প্রতিরোধ কমিটির সাংগঠনিক সম্পাদক রুমা আক্তার।বক্তব্য রাখেন ডাঃ সানা কর্তৃক হেনস্থা হওয়া মির্জা মাহবুবা বেগ মৌসুমী।ডাঃ আলেকুন্নেছা সংগঠনের সদস্য মনি আক্তার। ভোরের আলো সাহিত্য আসরের সাবেক সভানেত্রী স্বর্ণা আক্তার। সাবেক কাউন্সিলর প্রতিমা কর।সংগঠনের সদস্য ডলি আক্তার ও মনি আক্তার।
উল্লেখ্য যে, বিগত ০৮এপ্রিল ২০২২ সীমানার একটি গাছ কাটাকে বাধা দিতে গিয়ে সমাজকর্মী মির্জা মাহবুবা বেগ মৌসুমী সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের সার্জারী বিভাগের ডাক্তার গিয়াস উদ্দিন আরিফ সানা কর্তৃক হেনস্থার শিকার হয়। ডাঃ সানা নিজে ওই মাহবুবাকে টেনে হেঁচরে রাস্তায় ফেলে দিয়ে গলা চেপে ধরে ও শ্লীলতাহানির চেষ্টা করে। তৎসঙ্গে ডাঃ সানা পর পর চাঁদাবাজীর মতো কাল্পনিক তিনটি মিথ্যা মামলা দায়ের করেন। তিন মাস পর পিবিআই সানার পক্ষে মোটা অংকের অর্থ পেয়ে পক্ষপাত দুষ্ট রিপোর্ট প্রদান করে। এরই প্রতিবাদে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
Leave a Reply