ভোরের আলো ডেস্কঃ-সেপ্টেম্বর ২, ২০২২।
ময়মনসিংহের ত্রিশালে পৌর বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার, ২ সেপ্টেম্বর ময়মনসিংহের ত্রিশালে পৌর বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
ত্রিশাল পৌর বিএনপির আহবায়ক গোলাম রাব্বানী বাদলের সভাপতিত্বে দলীয় কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সম্মেলন আনুষ্ঠানিক উদ্বোধন করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ডা. মাহবুবুর রহমান লিটন। এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের সূচনা হয়।
এতে প্রধান বক্তা ছিলেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জাকির হোসেন বাবলু, ফখরউদ্দিন আহমদ বাচ্চু, শুক্কর মাহমুদ ববি, ব্যারিস্টার আবুল হোসেন, ডা. মোফাখখারুল ইসলাম রানা ও আক্তারুজ্জামান বাচ্চু।
সম্মেলনে আলেক চাঁন দেওয়ানকে সভাপতি ও মোশাররফ হোসেন মিলনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
এ নিয়ে পদ বঞ্চিতরা ক্ষুদ্ধ হয়ে হট্টগোল শুরু করলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে প্রায় ১০ জন নেতা কর্মী আহত হন।পরে নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
উল্লেখ্য, ত্রিশাল পৌর বিএনপি’র সম্মেলনকে কেন্দ্র করে সেখানে বিরাজ করছিলো টান টান উত্তেজনা। একটি পক্ষ সম্মেলনে যাতে কাউন্সিলরদের সমর্থনে সুষ্ঠুভাবে কমিটি গঠিত হয় সে জন্য সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করে। তাদের দাবী ছিল পৌর সম্মেলনের আগে নয়টি ওয়ার্ডে সম্মেলন করে সেখান থেকে নির্বাচিত কাউন্সিলরদের নিয়ে পৌর সম্মেলনটি করা হোক। অপর পক্ষ জেলা নেতৃবৃন্দের পদদপুষ্ট হয়ে যেনতেনভাবে সম্মেলন করতে উদ্যোগেী হয়। শেষ পর্যন্ত এই পক্ষটিই সফল হয়।
Leave a Reply