আজ ৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

পশ্চিমা দেশগুলো দায়ী জ্বালানি সংকটের জন্যঃ এরদোগান

আল- কাউসার -আন্তর্জাতিক – ইউরোপে জ্বালানি-সংকটের জন্য পশ্চিমা দেশগুলোই দায়ী, বলে মনে করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। খবর রয়টার্সের।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দেয়া এক বক্তব্যে এরদোগান বলেন, পুতিন তার সবকিছু ও অস্ত্র ব্যবহার করছেন। দুর্ভাগ্যজনকভাবে প্রাকৃতিক গ্যাসও তার একটি।

এদিকে, ইউরোপে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। মস্কো বলেছে, তাদের ওপর দেয়া নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে না নিলে ইউরোপে গ্যাস দেয়া হবে না।
প্রসঙ্গত, ইউরোপে গ্যাস সরবরাহের অন্যতম প্রধান পাইপলাইন নর্ড স্ট্রিম-১ অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা ইউরোপীয় ইউনিয়নে আসন্ন শীতে গ্যাস সংকট ও রেশনিং- এর ভীতিকে উস্কে দিয়েছে। এর জেরেই সোমবার ইউরোপে গ্যাসের দাম বেড়েছে অন্তত ৩০ শতাংশ।  ইউরোপের বাজারে প্রতি মেগাওয়াটঘণ্টা গ্যাসের মূল্যসূচক বেড়েছে প্রায় ২৭২ ইউরোর মতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category