আজ ২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলংকার কাছে ৬ উইকেটে হেরে গেল ভারত

আল- কাউসার –  ভারতের দেয়া ১৭৩ রান তাড়া করতে নেমে শ্রীলঙ্কা ৪ উইকেট হারিয়ে ১৯.৫ ওভারে জয়ের জন্য ১৭৪ রান সংগ্রহ করে। সুপার ফোরে এটা শ্রীলংকার দ্বিতীয় জয় এবং ভারতের দ্বিতীয় পরাজয়। এর আগে তারা পাকিস্তানের কাছে ৫ উইকেটে হেরে যায়।
এর আগে আজকে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৮টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে ভারত ৮ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৭৩ রান।

শ্রীলঙ্কা রাজাপক্ষে ২টি ছক্কার সাহায্যে ১৭ বলে ২৫ রান ও দাসুন শানাকা ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৮ বলে ৩৩ রান করে অপরাজিত থাকেন।

বল হাতে শ্রীলঙ্কার শেহান মাদুশঙ্কা নেন ৩ উইকেট। করুনারত্নে ও দাসুন শানাকা শিকার করেন ২টি ও থিকসানা নেন ১টি উইকেট। ভারতের যুজবেন্দ্র চাহাল নেন ৩ উইকেট। এছাড়া ১ উইকেট তুলে নেন রবিচন্দ্রন অশ্বিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category