আজ ২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

নওগাঁর রাণীনগরে চোরাই মাল উদ্ধারসহ ২জন আটক

মোঃ ছাইফুল ইসলাম শাহীন
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে চোরাই মালামাল উদ্ধারসহ দুইজনকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসি। রোববার রাতে উপজেলার পারইল ফকির পাড়া থেকে তাদেরকে আটক করা হয়। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে চুরি মামলা রুজু করে সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে। রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ দায়েরকৃত মামলার বরাত দিয়ে বলেন,পারইল ফকির পাড়া গ্রামের আলাউদ্দীন ফকিরের ছেলে জেমস হোসেন কয়কে দিন আগে
তার চাচাকে বাড়ী দেখাশোনার দায়িত্ব দিয়ে তালা লাগিয়ে পরিবারের সবাই আত্মীয়ের বাড়ীতে বেড়াতে যায়। শনিবার ভোরে মোবাইল ফোনে জেমস জানতে পারেন তার বাড়ীর তালা ভেঙ্গে চুরির ঘটনা ঘটেছে। রোববার সকালে বাড়ীতে এসে চুরির সন্ধান করতে গিয়ে দুইজনের প্রতি সন্দেহ হয়। এতে রোববার রাতে গ্রামের মেম্বার,মাতাব্বরদের নিয়ে দরবারে বসে। একই গ্রামের হারুনুর রশিদের ছেলে জনি (২২) ও
রমজান আলীর ছেলে বাদল হোসেন (২৪)কে জিজ্ঞাসা করলে তারা চুরির কথা স্বীকার করে । এরপর স্থানীয়রা বাদলের বাড়ী থেকে চুরি যাওয়া দুইটি কম্পিউটার মনিটর,একটি এলইডি টিভি,একটি প্রিন্টার,৫০কেজি চাল এবং একটি কম্বল উদ্ধার করে। রাতেই খবর পেয়ে তাদেরকে থানা হেফাজতে নেয়া হয়। এঘটনায়
সোমবার দুপুরে ভুক্তভোগী জেমস হোসেন বাদী হয়ে আটক দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের করলে ওই মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category