আজ ২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

কাজী ওয়াসি উদ্দিনঃ মাঠ পর্যায়ের শক্তিশালী আমলা থেকে সচিব

মাহবুবুর রহমান বাবুলঃ
কাজী ওয়াসি উদ্দিন। একজন শক্তিশালী সরকারি আমলার নাম। একজন দক্ষ বিচক্ষণ কৌশলীর নাম। যিনি নান্দাইল উপজেলা ২০০৪ খ্রী, উপজেলা নির্বাহী অফিসার হিসাবে সুপারসনিক পাওয়ার নিয়ে বীরদর্পে দায়িত্ব পালন করেছেন। শুধু তাই নয় পুরো উপজেলার নিরাপত্তার স্বার্থে আইন শৃংখলা রক্ষার নিমিত্তে আরামে চেয়ারের বসাকে বাদ দিয়ে দিবারাত্রি দাবড়িয়ে বেড়িয়েছেন এ ড়াইনামিক প্রশাসক। শুধু অফিসিয়াল ডেকুরাম মেইনটেইন করে ননি। এছাড়া ও ধর্মীয় সামাজিক রীতিনীতির প্রতি ছিল যথেষ্ট সজাগ। জাগতিক সুখে হায় হ্যালো বলে গা ভাসিয়ে দিয়ে যাপিত কার্য সম্পাদন করেননি। জনস্বার্থে মানবিক দিক বিবেচনা করে নিজ অফিস কক্ষে বসাতেন কোর্ট। যেখানে সমাজের অসহায় নিপীড়িত স্বজনেরা সুবিচারের সুযোগ পেতেন। যাপিত সুখকে বৃদ্ধাঙুলি দেখিয়ে কনকনে শীতের গভীর রাতে অপরাধ দমনে বেরিয়ে পড়তেন। সমাজ থেকে জুয়া মাদক কারেন্ট জাল সহ অসামাজিক কার্যকলাপে এ অকুতোভয় বীরের ছিলো জিরো টলারেন্স। ফলে নান্দাইলের ইতিহাসে বনে যান একালের মহানায়ক। একজন নির্বাহী ও প্রথম শ্রেণির ম্যজিষ্ট্রেট হয়ে কীভাবে মানবিক বিষয় গুলোকে সর্বাগ্রে
স্থান দিতে হয় আজকের সচিব কাজী ওয়াসি উদ্দিন মহোদয় তা নান্দাইল বাসীকে দেখিয়ে দিয়ে গেলেন। কবি নজরুল, রবী ঠাকুর যুগে যুগে জন্ম নেয়নি তেমনি এ প্রশাসনে উনার প্রস্থানের পর অসংখ্য আমলাদের আগমন ঘটছে যাদের অনেকের নাম নান্দাইল বাসী নাক চিটকিয়ে ঘৃণা ভরে স্মরণ করে। এ নান্দাইলে শুরু থেকে জনাব শামসুল হক মহোদয় যিনি বিগত কয় বছর আগে ওপারে পাড়ি জমিয়েছেন, পরবর্তীতে কাজী ওয়াসি উদ্দিন, মো,অহিদুল ইসলাম, যিনি বর্তমানে মরিশাসে ফাষ্ট’ সেক্রেটারি হিসাবে দায়িত্ব পালন করছেন জনাব হাফিজুর রহমান প্রেজেন্ট ডিপ্টি সেক্রেটারি, সর্ব শেষ অতিসজ্জন জনাব আব্দুর রহিম মিয়া করোনাকালীন সময়ে অতি বিচক্ষণতার সাথে নিজকে তুচ্ছার্থে নান্দাইল বাসীকে করোনা মুক্ত রাখতে প্রাণ পণ চেষ্টা করছেন। এ সজ্জন বর্তমানে শক্তিধর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসাবে দায়িত্ব পালন করছেন।
নান্দাইল থেকে সজ্জন কাজী ওয়াসি উদ্দিন বিদায়ের প্রাক্কালে কিশোরগঞ্জের হিমু ফিলিং স্টেশন সাবেক বি আর টি সি বাস স্ট্যান্ড সন্ধ্যা কালীন সময়ে একজন মাওলানা জিজ্ঞেস করেন, স্যার আপনার গাড়ি কোথায়, উত্তরে বললেন আমার চৌকি গডি একজনকে দিয়ে আসছি আর এ ছোট ব্যগে বাকি কাপড়। অথচ এ আলীশান চেয়ারে বসে শুধু খোদ রাজধানীতে নয় আমেরিকা কানাডার বেগমপাড়াতে রয়েছে অভিজাত বাড়ি গাড়ি। বর্তমানে এ কর্মবীর গৃহয়ান ও গণপুত’ মন্ত্রণালয়ের সচিব হিসাবে অধিষ্ঠিত হয়েছেন। তিনি প্রিয় স্বদেশের প্রতিটি মন্ত্রণালয়ের অনুসরনীয় অনুকরনীয় হয়ে যুগ থেকে যুগান্তরে মানবের মনিকোঠায় অম্লান হয়ে থাকবেন এ শুভকামনায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category