আজ ২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শমসের নগরের প্রগতিশীল সমাজচিন্তক রেজাউল করিম আর নেই

ভোরের আলো বিডি ডেস্কঃ শমশেরনগরের প্রগতিশীল সমাজচিন্তক হিসেবে পরিচিত মো. রেজাউল করিম (৭৬) আর নেই! আজ সকালে তিনি তাঁর ধোপাটিলা’র (পতনউষার) বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সিলেট অঞ্চলের এক সময়ের প্রখ্যাত জননেতা
মফিজ আলীর সহোদর। অসাধারন ধী-শক্তিধারী
এবং সমাজসচেতন ব্যক্তিত্ব হিসেবে বিভিন্নভাবে কাজ
করেছেন, আইডল মফিজ আলীর মাটি ও মানুষের প্রকৃত রাজনীতির কাফেলায় তিনি ছিলেন সার্বক্ষনিক যাত্রী। ইত্তেফাক প্রতিনিধি নুরুল মোহাইমীন মিল্টনের মামা তিনি।
ছয় দশকেরও বেশি সময় পারিবারিকভাবে তাদের পরিবারবর্গের সাথে যুক্ত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা মীর লিয়াকত আলী। প্রয়াত রেজাউল করিম সম্পর্কে তিনি বলেনঃ “আমি তাদের পরিবারের সাথে যুক্ত থাকার সুবাদে কিছুটা হলেও তাদের জেনেছি । রেজাউল মামার ধ্যানধারনার স্বচ্ছতা, মেহনতী মানুষের জন্য তার গতিশীল চিন্তাচেতনা ছিলো অনন্য।

তিনি তাঁর রুহের মাগফিরাত কামনা করেছেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category