আজ ২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে বিএসএমএফ কর্তৃক কর্মরত সাংবাদিকদের একদিনের কর্মশালা অনুষ্ঠিত

ভোরের আলো বিডি ডেস্কঃ বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কর্তৃক কিশোরগঞ্জে কর্মরত সাংবাদিকদের নিয়ে একদিনের বিশেষ প্রশিক্ষণ কর্মশালা ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ (১৩ অক্টোবর,বৃহস্পতিবার) কিশোরগঞ্জ শহরের হোটেল শেরাটনের হলরুমে,বিএমএসএফ’র আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা থেকে আগত (বিএমএসএফ)র মহাসচিব ও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)’র রিপোর্টার খায়রুজ্জামান কামাল, বাংলা ভিশন টেলিভিশনের সিনিয়র ক্রাইম রিপোর্টার নাসরিন লিপি, ডেইলি সান’র আহমেদ উল্লাহ।
কর্মশালার দ্বিতীয় অধিবেশনে ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা সিনিয়র তথ্য অফিসার মোঃ শামছুল হক।

কিশোরগঞ্জের ব্যুরোচীফ প্রতিদিনের বাংলাদেশ সিনিয়র সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলুর সভাপতিত্বে ও বিএমএসএফ এর জেলা সমম্বয়কারী হিসেবে সঞ্চালনার দায়িত্ব পালন করেন মানবজমিনের স্টাফ রিপোর্টার মোঃ আশরাফুল ইসলাম।
বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম (বি এম এস এফ) সাংবাদিকদের জাতীয় ভিত্তিক একটি সংস্থা। বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অধীনে এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় কিশোরগঞ্জ জেলার ২৫ জন সাংবাদিককে নিয়ে ‘হতদরিদ্র জনগোষ্ঠীর জন্য মানবাধিকার সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার’ যে আয়াজন করা হয়েছে তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। এমন অভিব্যক্তি ছিল প্রশিক্ষণার্থী সাংবাদিকদের।

প্রশিক্ষণ সংশ্লিষ্ট আয়োজকগণ বলেন, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় মানবাধিকার সাংবাদিকতায় সারাদেশের সাংবাদিকদেরকে প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে। এরই ধারাবাহিকতায় কিশোরগঞ্জ জেলার বিভিন্ন মিডিয়ায় কর্মরত ২৫জন সাংবাদিককে হতদরিদ্র জনগোষ্ঠীর জন্য মানবাধিকার বিষয়ে বিশেষ প্রশিক্ষণ প্রদান ও প্রশিক্ষণ শেষে তাদেরকে সনদপত্র দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category