রেজাউল হাবিব রেজাঃ
গতকাল ২৭ অক্টোবর বিকেলে জেলা সদরের লতিবাবাদের দাবামোড়ে সামছুজ্জামান পাঠাগারে অনুষ্ঠিত এক সভায় বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার সমিতি কিশোরগঞ্জ উপজেলা শাখার একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা সরকারী গণগ্রন্থাগারের সহকারী পরিচালক আজিজুল হক সুমন। প্রধান আলোচক হিসেবে ছিলেন বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার সমিতি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. রুহুল আমীন।
সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা কমিটির উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা আইয়ুব বিন হায়দার , বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার সমিতি কিশোরগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মো. ফিরোজ উদ্দীন ভূইয়া, সহ-সভাপতি বোরহান উদ্দিন ঠাকুর, সাধারণ সম্পাদক সিনিয়র শিক্ষক স্বপন কুমার বর্মণ।
লতিবাবাদ ইউপির সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আ.আহাদ খানের সভাপতিত্বে ও মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পাঠাগারের প্রতিষ্ঠাতা আমিনুল হক সাদীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাদশা ভূইয়া স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা শিল্পী বাবুল ভুইয়া,সামছুজ্জামান পাঠাগারের প্রতিষ্ঠাতা কবি মোহাম্মদ শামসুজ্জামান,জ্ঞানতীর্থ পাঠাগারের প্রতিষ্ঠাতা আলমগীর অলিক,ইকরা পাঠাগারের প্রতিষ্ঠাতা মো. মনিরুজ্জামান রুবেল প্রমুখ।
পরে সভায় জেলা কমিটির উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা আইয়ুব বিন হায়দার মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পাঠাগারের প্রতিষ্ঠাতা লেখক আমিনুল হক সাদীকে সভাপতি ও সামছুজ্জামান পাঠাগারের প্রতিষ্ঠাতা কবি মোহাম্মদ শামসুজ্জামানকে সম্পাদক করে বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার সমিতি কিশোরগঞ্জ সদর উপজেলা শাখা কমিটির নেতৃবৃন্দের নাম ঘোষণা করে একটি প্রস্তাবনা উপস্থাপন করলে জেলা কমিটির সহ-সভাপতি ফিরোজ উদ্দিন ভুইয়া ওই প্রস্তাব সমর্থন করেন। পরে জেলা কমিটির সভাপতি রুহুল আমীন ও সম্পাদক স্বপন কুমার বর্মন তা অনুমোদন করেন।
নবগঠিত কমিটির অন্যন্যরা হলেন সহ-সভাপতি পায়েল হায়দার,মনিরুজ্জামান রুবেল,সহ সম্পাদক আলমগীর অলিক,অর্থ সম্পাদক প্রভাষক সুরাইয়া আক্তার,সাংগঠনিক সম্পাদক হেমিও চিকিৎসক মাহফুজা সুলতানা রুমা,সাংস্কৃতিক সম্পাদক শিল্পী বাবুল ভুইয়া,প্রচার ও প্রকাশনা সম্পাদক মিনহাজুল ইসলাম সজীব। কার্যকরী সদস্যরা হলেন বীরমুক্তিযোদ্ধা পল্লী চিকিৎসক মো. ছিদ্দিক হোসাইন, অধ্যক্ষ (অব) গোলসান আরা বেগম।
পরবর্তীতে গঠিত কমিটিতে আরও কয়েকজনকে কো-অপ্ট করে সদস্য করার জন্য সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়। এ সময় সদর উপজেলার বিভিন্ন বেসরকারী গণগ্রন্থাগারের প্রতিনিধিগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পাঠাগারের এ কমিটি আগামীদিন কিশোরগঞ্জ সদর উপজেলায় জ্ঞানের আলোকবর্তিকা ছড়াতে ব্যাপক ভুমিকা পালন করবে বলে পাঠাগার সংশ্লিষ্টদের দৃঢ় বিশ্বাস।
Leave a Reply