রেজাউল হাবিব রেজা
_______________________________________
গতকাল ৪নভেম্বর(শুক্রবার) সকাল ১০ঘটিকায় থানা মার্কেটস্থ ভোরের আলো সাহিত্য আসরের কার্যালয়ে ৭৮৩ তম সভায় সংবর্ধনায় অভিসিক্ত হলেন “ডেইলী ভয়েস অফ এশিয়া” ও “নাগরিক সংবাদ” এর প্রকাশক ও সম্পাদক সুমন প্রামাণিক।
কিশোরগঞ্জ জেলার উপরোক্ত পত্রিকা দুটির কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মোঃআবুল কাসেমের ব্যবস্থাপনায় এই সংবর্ধনার আয়োজন করা হয়।
এ সংগঠনের সভাপতি আজিজুর রহমানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেইলী ভয়েস অফ এশিয়ার নেত্রকোণা জেলা প্রতিনিধি মেহেদী হাসান আকন্দ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ভোরের আলো সাহিত্য আসরের সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল বাসার।
ভোরের আলোর প্রতিষ্ঠাতা রেজাউল হাবিব রেজার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন
সংগঠনের উপদেষ্টা লায়ন জাহাঙ্গীর আলম, সংগঠনের প্রধান সমন্বয়ক ডাঃ মোবারক হোসেন খান, কিশোরগঞ্জের আবদুল আলীম বলে খ্যাত শিল্পী শফিকুল ইসলাম, কিশোরগঞ্জের সিনিয়র শিল্পী গানের শিক্ষক আবুল কালাম আজাদ,সংগঠনের উপদেষ্টা দন্ত চিকিৎসক মোঃ হিরা মিয়া, ভোরের আলো সাহিত্য আসরের নারী অংশের সাবেক সাধারণ সম্পাদক মির্জা মাহবুবা বেগ মৌসুমী, সংগঠনের নিয়মিত শিল্পী মোঃ মাজহারুল ইসলাম, সংগঠনের সহকারি প্রচার ও প্রকাশনা সম্পাদক জহিরুল হাসান রুবেল, কবি ও গীতিকার মর্তুজা জামাল,শিল্পী ও গীতিকার আজহারুল ইসলাম, ফিজিও থেরাপিষ্ট জাহানারা খাতুন ও ক্ষুদে সংবাদকর্মী নাদিয়া জাহান রেজা।
সংবর্ধনা সভায় জাতীয় ৪নেতা হত্যার আলোচনা করা হয়। আলোচনা করা হয় সময়ানুবর্তিতা ও সৃষ্টিশীল বিষয় নিয়ে।
এতে গান পরিবেশন, কবিতা আবৃত্তি, আলোচনা ও ঢাকা থেকে আগত প্রধান অতিথিকে পুষ্পিত করা হয়। অনুষ্ঠান শেষে সভাপতি আজিজুর রহমান সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।
সংবর্ধনা উত্তর সংবর্ধিত প্রধান অতিথি তার আরো তিন সফরসঙ্গীসহ ওইতিহাসিক শোলাকিয়া মাঠ ও পাগলা মসজিদ পরিদর্শন করেন।
Leave a Reply