আজ ৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

নেশা সেবনের সরঞ্জামসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে কিশোরগঞ্জের র ্যাব -১৪

ভোরের আলো ডেস্কঃ
র ্যাবের এক চৌকষ দল কিশোরগঞ্জে অভিযান চালিয়ে ১শ’ পিস ইয়াবা, ৫০ গ্রাম গাঁজা ও মাদক সেবনের সরঞ্জামসহ এক ব্যক্তিকে কিশোরগঞ্জের র‌্যাব-১৪, সিপিসি-২ গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন কিশোরগঞ্জ শহরের পূর্ব মোঃ মনির উদ্দিন বেপারীর ছেলে মোঃ জহিরুল ইসলাম।

আজ সোমবার, ৭ নভেম্বর বেলা দুইটার কিছু আগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহরের পূর্ব তারাপাশা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে
বিষয়টি জানান র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার (উপ-পরিচালক) মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে গ্রেফতার আসামি মাদকদ্রব্য ইয়াবা ও গাঁজা ক্রয়-বিক্রয়ের কথা স্বীকার করেন এবং মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এ বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category