আজ ৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জ এখন যানজটের শহর

রাকিবুল হাসান নিশাদ:ভোরের আলো বিডিস্টাফ:
কিশোরগঞ্জ যানজট শহরে পরিনত হয়েছে। বাহন যাত্রীদের ভোগান্তির শেষ নেই। শহরের কালিবাড়ি মোড়, আখড়াবাজার মোড়, গৌড়াঙ্গ বাজার মোড়,
আঠারবাড়ি কাঁচারী মোড়,বড়বাজার আজিমের মোড়, একরামপুর মোড় আজ যাত্রীদের জন্য হয়ে উঠেছে দুর্ভোগের এক অনন্য স্পট! শহর জুড়ে যাত্রীদের ভোগান্তিরা আর শেষ নেই। পাঁচ মিনিটের রাস্তা পাড়ি দিতে হয় এক ঘন্টায়। নজিরবিহীন এই যানজট অতিক্রম করেই যাত্রীরা শহরের এক প্রান্ত থেকে অপর প্রান্ত ছুটে চলে। নিজ প্রয়োজনে চলার বিঘ্নতায় দুর্বিসহ জীবন কাটাতে হচ্ছে যাত্রীদের। শহরে বসবাসরত লোকজন ছাড়াও জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে ছুটে আসা মানুষগুলো নিত্য প্রয়োজনের তাগিদে কিশোরগঞ্জ শহরে এসে চলার পথ বিঘ্নতায় অশান্তিতে ভোগে। এহেন সংকট উত্তরণে পৌর প্রশাসন শহরের বাইরের রিক্সা-অটো ইত্যাদি শহরে প্রবেশ করতে বাধা প্রদান করা হয়। এমন কড়াকড়ি আইন করেও যানজটের দুর্ভোগ হতে মুক্ত হতে পারছে না। বাইরের বাহনকারী যারা আছে শহরে ঢুকতে গিয়ে তাদেরকে গুণতে হচ্ছে মোটা অংকের জরিমানা। ট্রাফিক পুলিশও তাদের উপর কড়াকড়ি আরোপ করেও যানজট মুক্ত করতে পারছে না কিশোরগঞ্জ শহরকে। কিশোরগঞ্জ শহর থেকে জনগণ কবে মুক্তি পাবে এর কোন নিশ্চয়তা নেই। ভোরের আলো bd.com এর প্রত্যাশা সংশ্লিষ্ট প্রশাসন যেন যানজট নামের এহেন দুর্ভোগ থেকে কিশোরগঞ্জবাসীকে রক্ষা করেন। এটা সবার প্রত্যাশা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category