আজ ২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

নওগাঁয় ট্রাকচাপে বাপ-ঝি নিহত! মা-ছেলে আহত!!

ভোরের আলো ডেস্কঃ
নওগাঁর পত্নীতলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মহাদেবপুরের বাবা-মেয়ে নিহত, ও মা-ছেলে আহত হয়েছেন। নিহতরা হলেন, মহাদেবপুর উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের উত্তরগ্রাম গ্রামের আব্দুল হামিদের ছেলে আবু সায়েম সরকার (৩০) ও তার মেয়ে জান্নাতুল ফেরদৌস শোভা (১১) আহতরা হলেন, নিহত আবু সায়েম সরকারের স্ত্রী শান্তনা খাতুন (২৭) ও তাদের আরেক মেয়ে নামিয়া আকতার (৪)। মোটর সাইকেলযোগে সায়েম নামের একব্যক্তি তার পরিবারসহ শ্বশুরবাড়ি যাবার সময় এ দূর্ঘটনা ঘটে।
শুক্রবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় পত্নীতলা উপজেলা সদরের আত্রাই নদীর ব্রিজের উপর সংঘটিত ঘটনার খবরটও নিশ্চিত করেন এলাকাবাসী ।
স্থানীয়দের বরাত দিয়ে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা জানান, স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে মোটরসাইকেলযোগে শ্বশুড়বাড়ি কুড়াইল গ্রামে যাচ্ছিলেন সায়েম। সন্ধ্যা ৫টার দিকে তারা পত্নীতলা উপজেলা সদরের নজিপুর ব্রিজ পার হবার সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাদেরকে সামনা সামনি চাপা দিয়ে পালিয়ে যায়। মারাত্মক আহত অবস্থায় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সায়েমের বড় মেয়ে জান্নাতুল ফেরদৌস শোভাকে মৃত ঘোষণা করেন। অন্যদের সেখানে ভর্তি করানো হয়। সায়েমের অবস্থার অবনতি ঘটলে রাতেই তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৯ নভেম্বর) ভোর ৪টায় সায়েমের মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category