আজ ৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

২৬মার্চ ছিল বীর প্রতীক শহীদ খায়রুল জাহানের ৫১তম শাহাদত বার্ষিকী। কিছু স্মৃতি কিছু ইতিহাস!!

রেজাউল হাবিব রেজাঃ
একাত্তরের মুক্তিযুদ্ধে জীবন বাজী রেখে দেশের লালসবুজ খচিত রক্তিম পতাকা ছিনিয়ে আনা হয়েছিল। মুক্তি সংগ্রামের ৫১বছরের মাথায় এই শহীদ বীর প্রতীককে আমরা হালকাভাবে স্মরণ করি। এটা আমাদের জাতীয় চেতনার অভাববোধ বলে মনে করি। যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে। কিন্তু শহীদ পরিবারের যারা আছে তাদেরকেও আজ যথার্থ মূল্যায়ন করা হচ্ছেনা। এমনকী কিশোরগঞ্জের দু’জন বীরোত্তম আছেন তারা হলেন শহীদ লেঃ আশফাকুস সামাদ ও কর্ণেল হায়দার। গত ২০ নভেম্বর নিরবে চলে গেল শহীদ আশফাকুস সামাদ বিরোত্তমের শাহাদত বার্ষিকী। এদিন চোখে পড়ার মতো কোনো স্মৃতিসভা চোখে পড়েনি। মূলকথা হলো আজ তাদের কথা কেউ বলেনা, কেউ লেখে না। আলোচনার উদ্যোগ নেয়না জেলা প্রশাসনও। যাক আমরা এখন কিছুটা জানতে চেষ্টা করবো শহীদ বীর প্রতীক খায়রুল জাহানের কথা।
দিনটি ছিল ২৬ শে নভেম্বর ১৯৭১, স্বাধীনতার বিজয়ের সূর্য্য দেখার কাছাকাছি সময়।
বীর প্রতীক শহীদ খায়রুল জাহান, গেরিলা অপারেশন শেষ করে দুপুরে এসে দুপুরের খাবার খাবেন এই আশা আর পূরণ হলো না। হোসেনপুর,পেরাভাংগা, লতিফপুর
পাক হানাদার বাহিনীর শক্ত ঘাটি। ফজরের নামাযের পর থেকে শুরু হল যুদ্ধ। অনেক সাহসী মন নিয়ে, বন্ধু সেলিম (কুলিয়াচর) উনাকে সাথে নিয়ে গাড়ির সামনে থেকে এগুতে থাকেন শত্রুদের পিছু হটাতে।
তখন শহীদ খায়রুল জাহানের বয়স ছিল ২১ বছর ।

যুদ্ধকালীন সময়ে হঠাৎ খায়রুল জাহান গুলিবিদ্ধ হন এবং মাটিতে লুটিয়ে পেড়েন একটি জমির উপর। সেখান থেকে বর্বরতার সাথে পাকভক্তরা তাকে বেঁধে টেনে হেঁচড়ে রাস্তার পাশে রাখেন। তাকে ফেলে রাখা জায়গাটিতে তার রক্তক্ষরণে লালে লাল হয়ে যায়।, সেখান থেকে জাহানকে গাড়ির পিছনে বেঁধে কিশোরগঞ্জ শহরে নিয়ে আসে।
বন্ধু সেলিমসহ সেদিন তারা দুঁজনেই শহীদ হন। খায়রুল জাহান গেরিলা কমান্ডের লিডার ছিলেন।

স্বাধীনতা যুদ্ধের পর তৎকালিন প্রথম অস্হায়ী প্রেসিডেন্ট কর্তৃক জায়গাটিতে তার স্মরণে একটি স্মৃতিফলক স্থাপন করা হয়। সেটা স্থাপন করা হয় জানুয়ারীতে ১৯৭২ সালে । এখানে একটি স্মৃতি ফলক স্হাপনের জন্য ছয় শতাংশ জায়গাও বরাদ্দ হয়েছিল যা এখন অরক্ষিত হয়ে পড়ে আছে।

তখনকার সময়ে ওই ঘটনার প্রত্যক্ষদর্শী বাচ্চু মিয়াসহ এলাকার জনগণ বলেন, এখানে শহীদ খায়রুল জাহানের অবদান দৃষ্টিগ্রাহ্য হয় এমন একটি সবার দৃষ্টিকাড়া স্মৃতি ফলক স্হাপন করা অপরিহার্য। যাতে করে পথযাত্রীসহ কিশোরগঞ্জের এই বীর প্রতীককে সবাই চিনতে পারে, বুঝতে পারে।

শহীদ খায়রুল জাহান কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিলেন। তিনি কিশোরগঞ্জ গুরুদয়াল কলেজেরও ছাত্র ছিলেন। শেষে ময়মনসিংহ পলিটেকনিকেল কলেজে অধ্যায়নরত ছিলেন।
ওনার পিতা মরহুম মেহেন্দী মিয়া তালুকদার। বিভিন্ন সময়ে কোনো কোনো অনুষ্ঠান হলে তিনি হাজির হতেন এবং ছেলের সম্মাননা ক্রেস্ট গ্রহন করতেন।
শহীদ খায়রুল জাহান স্মরণে ময়মনসিংহ পলিটেকনিক্যাল কলেজের একটি ছাত্রাবাসের নাম করণ করা হয়। কিশোরগঞ্জ শহরের খায়রুল গল্লীর চরশোলাকিয়া তালুকদার লজ শহীদ খায়রুল জাহানের পৌতৃক ভিটা। এই বাসাটিতে স্মৃতি বিজড়িত অনেক কিছু সংরক্ষিত রয়েছে নিজেদের পারিবারিক রক্ষণশালায়।
এছাড়া,শহীদ খায়রুল জাহান স্মৃতি ক্লাবটি নীলগঞ্জে মোড়ে শুধু খালি জায়গাটিই পড়ে আছে।
খায়রুল জাহানের ছোট ভাই নয়ন দুঃখ নিয়ে বলেনঃ ২০০৫ সালে যখন গুরুদয়াল কলেজ মাঠে স্মৃতি ফলকে মুক্তিযোদ্ধাদের নামে তালিকার মধ্যে উনার নামটি বাদ পড়ে যায়, তখন অনেক দৌড়াদৌড়ি করেও এই বাদ পড়া বীর প্রতীকের বিষয়টি কারো নজরে আনতে পারেননি। সময়ের দাবী এবং যথাযথভাবে উনার সম্মান টুকু যেন রক্ষিত হয় সেই আশা করছেন কিশোরগঞ্জবাসী।
যুদ্ধাপরাধ প্রতিরোধ আন্দোলনের সফল সভাপতি রেজা হাবিব বলেনঃ আমরা জীবনের ঝুঁকি নিয়ে আদালতে সাক্ষি দিয়েছি এমন বীরদের ইতিহাসকে তুলে ধরার জন্য। তাই রাষ্ট্রের উচিত এসব বীরদেরকে জাতীয়ভাবে ও নিজ এলাকায় তুলে ধরার যাবতীয় ব্যবস্থা করা।”

স্বাধীনতার ইতিহাসের সাথে শহীদ খায়রুলের নামটি যুক্ত হলে নতুন প্রজন্ম তার ত্যাগের কথা জানতে পারবে। খেতাব প্রাপ্ত এমন একজন বীর শহীদের স্মরণে একটি ভালো প্রতিষ্ঠানের নামকরণ করা হোক। এ শহীদের নামে কোনো প্রতিষ্ঠানের নামকরণ করা হলে শহীদ পরিবার যেমন কৃতার্থ হবে ঠিক তেমনি কিশোরগঞ্জের নামও সমধিক মর্যাদার সাথে দেশবাসি জানতে পারবে। যদি এটা করা না হয় তাহলে এমন দেশপ্রেমের আত্মত্যাগের বিষয়টি একদিন হারিয়ে যাবে যথাযথ মর্যাপূর্ণ ইতিহাস থেকে।।
গতকাল ছিল শহীদ খায়রুল জাহানের ৫১তম শাহাদত বার্ষিকী। কিন্তু কেউ উল্লেখযেগ্যভাবে তাকে স্মরণ করেনি। দিনটি নিরবভাবেই চলে গেল যা দুঃখজনক। আমরা আগামীদিনে তার ভুমিকার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে সবার প্রতি অনুরোধ করছি।
#ভোরের আলো ডেস্ক#

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category