আজ ২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জ জেলায় শীর্ষ রেজাল্ট সরযূ বালা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের

ভোরের আলো বিডি ডেস্কঃ
বিদ্যালয়ের আগে সংক্ষেপে লেখা হত এসভি স্কুল। এখন সরযূ বালা লিখে বিদ্যালয়ের নামকরণের যথার্থতা প্রকাশ পেয়েছে। এ বিদ্যালয়ের সুনামও ছড়িয়ে আছে চারদিক।এবারও শীর্ষ ফলাফল নিয়ে স্কুলটি দ্যুতি নতুন করে ছড়ালো। আজকের এসএসসি রেজাল্ট তার প্রমাণ।
কিশোরগঞ্জে এবারের এসএসসি পরীক্ষায় প্রকাশিত ফলাফলে জেলার ২৪১টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে ভাল ফল করেছে কিশোরগঞ্জ জেলা শহরের সরযূবালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। শতভাগ পাস আর সর্বোচ্চ জিপিএ-৫ পেয়ে প্রতিষ্ঠানটি জেলার মধ্যে তার শীর্ষস্থান ধরে রেখেছে। এবারের এসএসসি পরীক্ষায় সরযূবালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মোট ২৩৩ জন পরীক্ষার্থীর সবাই পাশ করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে মোট ২২৫ জন ছাত্রী।

কিশোরগঞ্জ জেলায় এসএসসি’তে এবার মোট ১৮৬টি প্রতিষ্ঠান থেকে মোট ২৩১২ জন জিপিএ-৫ লাভ করেছে। এর মধ্যে সরযূবালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সর্বাধিক ২২৫ জন ছাত্রী জিপিএ-৫ লাভ করেছে। জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে জেলায় দ্বিতীয় হয়েছে কিশোরগঞ্জ সরকারি বালক বিদ্যালয়। বিদ্যালয়টির মোট ২২৯ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২২৮ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৯৮জন ছাত্র।
এসভি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা

শাহনাজ কবীর বলেন, “ভাল ফলাফলের ধারাবাহিকতায় এবারের এসএসসি পরীক্ষায়ও জেলায় সেরা হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। সবার আন্তরিক সহযোগিতায় আগামী দিনে প্রতিষ্ঠানটিকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারব বলে প্রত্যাশা করছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category