আব্দুর রউফ শাহ চিশতী( রহঃ) আলাইহির মাজার শরীফে পবিত্র ওরস উদযাপন।
উৎসাহ উদ্দিনার মাঝ দিয়ে যথাযোগ্য মর্যাদায় পবএ ওরস মাহফিল উদযাপিত হয় আব্দুর রউফ শাহ চিশতী (রহঃ) মাজার শরীফে।
১২ আউলিয়ার বাংলাদেশে এক বিশেষ আউলিয়া হযরত আব্দুর রউফ শাহ চিশতী( রাঃ) আলাইহি। নড়াইলের লোহাগড়া উপজেলার যোগিয়া গ্রামে হযরত রউফ শাহ চিশতী (রাঃ)আলাইহির জন্ম। কর্মজীবনে পুলিশ প্রশাসনের দায়িত্ব পালনকালে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে প্রায় দুইযুগ বিভিন্ন থানায় দায়িত্ব পালন করেন। কর্মজীবনে থাকাকালী নেই শাহ সুফি হযরত গোলাম রসূল শাহ চিশতী( রাঃ)আলাইহির নিকট থেকে বায়াত গ্রহণ করে চিশতিয়া তরিকায় আবির্ভাব ঘটে এ মহান সাধকের।পথ চলার একপর্যায়ে খেলাফত প্রাপ্ত হন তিনি।দেশ এবং বিশ্বের বিভিন্ন দেশে হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ বায়াত গ্রহণ করে এ মহান ব্যক্তির হাতে।২০১৮ সালের ডিসেম্বর মাসের ২০ তারিখে তিনি ওফাত নেন। হাজার হাজার মুরিদান ও গুণগ্রাহীরা এই দিবসটিতে পবিত্র ওরস উদযাপনের মধ্য দিয়ে দিবস টি কে স্মরণীয় করে রেখেছে। তারই ধারাবাহিকতায় ২০ ডিসেম্বর হাজার হাজার মুরিদান আত্মীয়-স্বজন ও গুণগ্রাহিদের উপস্থিতিতে দিনব্যাপী ওরস মোবারক ও সারারাত ধর্মীয় গান-বাজনার মধ্যে মগ্ন থাকে ভক্তরা। দিবস টি যথাযোগ্য মর্যাদায় উদযাপনে সার্বিক সহায়তার জন্য পুলিশ প্রশাসন,সাংবাদিক ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন খেলাফত প্রাপ্ত কে,এম,সালাউদ্দিন খান।
Leave a Reply