রেজাউল হাবিব রেজাঃ
সাংবাদিকরা জাতির বিবেক। নিয়ম-শৃঙ্খলা তাদের অবিচ্ছেদ্য অংশ। সেই বিধির প্রতি শ্রদ্ধা ও আনুগত্যের পরাকাষ্ঠার উদাহরণ হিসেবেই কটিয়াদীতে বরাবরের মতো অনুষ্ঠিত হয়ে গেল সাংবাদিকদের প্রতিষ্ঠান রিপোর্টার্স ইউনিটির নির্বাচন। গতকাল সোমবার (২৬ ডিসেম্বর-২০২২) সন্ধ্যায় ইউনিটির কার্যালয়ে তা অনুষ্ঠিত হয়।
নির্বাচিত পদপ্রাপ্ত ও সদস্যরা হলেন – সভাপতি পদে ফজলুল হক জোয়ারদার আলমগীর ( যুগান্তর),সহ-সভাপতি পদে ফখর উদ্দিন ইমরান ( নয়া দিগন্ত),সহ-সভাপতি পদে নজরুল ইসলাম মজিব (ভোরের পাতা),সাধারণ সম্পাদক পদে রফিকুল হায়দার টিটু (মানবজমিন) যুগ্ম- সাধারণ সম্পাদক পদে মাসুম পাঠান (যায়যায়দিন), সাংগঠনিক সম্পাদক পদে মাইনুল হক মেনু (সিএনএন বাংলা টিভি), অর্থ সম্পাদক
পদে দর্পন ঘোষ (বাংলাদেশের আলো),দফতর সম্পাদক পদে আতিকুর রহমান কাযিন (খোলা কাগজ)।
রিপোর্টার্স ইউনিটির অন্যান্য নির্বাচিত সদস্যগণ হলেন-@ মোবারক হোসেন (এশিয়ান টিভি), এখলাছ উদ্দিন (বিজয় টিভি), মাছুম বিল্লাহ তাহের (ময়মনসিংহ প্রতিদিন), মো. নজরুল ইসলাম (আজকের দেশ ), ওবায়দুল্লাহ আকন্দ ভূবন (আনন্দ টিভি), আজিজুল হক জোয়ারদার (দৈনিক নয়া শতাব্দী), মুজাহিদ বিন জালাল (আজকের পত্রিকা), মো. খায়রুল ইসলাম (দৈনিক গণমুক্তি), মিজানুর রহমান (দৈনিক আজকালের খবর), সাইদুর রহমান নাঈম (দৈনিক দেশ বাংলা), মিয়া মোহাম্মদ সিদ্দিক (দৈনিক বাংলা সময়), মো. আল আমিন (দৈনিক বিজনেস বাংলাদেশ), মো. সাইফুল ইসলাম (বাংলাদেশ টুডে, আলোকিত বাংলাদেশ)।
নির্বাচিতদের অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন সাংবাদিক,সাংস্কৃতিক,রাজনৈতিক প্রতিষ্ঠানসহ নানা ব্যক্তিগণ। কটিয়াদীর সুধীজনদের প্রত্যাশা, আগামীদিনে এ কমিটি জনগণের আশা আকাঙ্খা পূরণে কার্যকরী সহায়তায় বলিষ্ঠ ভুমিকা পালন করবে।
বিজয়ীদের পূর্ণাঙ্গ কমিটি ও অভিষেক অনুষ্ঠান সংক্রান্ত তথ্য পরে জানিয়ে দেওয়া হবে।
Leave a Reply