আজ ২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ঢাকা জাতীয় প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যমল দত্ত

ভোরের আলো বিডি ডেস্কঃ
সাংবাদিকরা জাতির বিবেক। সেই বিবেকদের প্রতিষ্ঠানের নাম জাতীয় প্রেসক্লাব। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের পক্ষের হয়ে
টানা দ্বিতীয়বার জাতীয় প্রেস ক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক ফরিদা ইয়াসমিন। আর সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত।

শনিবার (৩১ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ফরিদা ইয়াসমিন ও শ্যামল দত্ত আওয়ামপন্থি সাংবাদিকদের ‘মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরাম প্যানেল’ থেকে সভাপতি-সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।

ঘোষিত ফল অনুযায়ী, সভাপতি ফরিদা ইয়াসমিন পেয়েছেন ৫৬৭ ভোট, বিপরীতে বিএনপি সমর্থিত প্যানেল থেকে কামাল উদ্দিন সবুজ পেয়েছেন ৪০১ ভোট।

সাধারণ সম্পাদক পদে জয়ী শ্যামল দত্ত পেয়েছেন ৪৯৬ ভোট। বিএনপি সমর্থিত প্যানেল থেকে ইলিয়াস খান পেয়েছেন ৪৭৪ ভোট।

২০২৩-২৪ মেয়াদে ১৭ সদস্যের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে বিজয়ী অন্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি হাসান হাফিজ, সহ-সভাপতি রেজোয়ানুল হক রাজা, যুগ্ম সম্পাদক আইয়ুব ভূঁইয়া ও আশরাফ আলী, কোষাধ্যক্ষ শাহেদ চৌধুরী। এছাড়া ব্যবস্থাপনা কমিটিতে ১০ জন সদস্য নির্বাচিত হয়েছেন।

নির্বাচিতরা আগামী দুই বছর সাংবাদিকদের শীর্ষ এ সংগঠনের নেতৃত্ব দেবেন।

জাতীয় প্রেস ক্লাবের নির্বাচনের জন্য আট সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। কমিটির চেয়ারম্যান মো. মোস্তফা-ই-জামিল। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন জাফর ইকবাল, এস এ এম শওকত হোসেন, মিনার মনসুর, গৌতম অরিন্দম বড়ুয়া (শেলু বড়ুয়া), শামীমা চৌধুরী, মো. মনিরুজ্জামান ও নবনীতা চৌধুরী।
নির্বাচিতদের অভিনন্দন জানিয়েছেন সাংবাদিক সমাজের আলোকবর্তিকা বলিষ্ঠ নেতৃত্ব সাংবাদিক কুদ্দুস আফ্রাদ, জাতীয় সাংবাদিক সংস্থার কার্যনির্বাহী পরিষদের চেয়ারম্যান লায়ন মোঃ নূর ইসলাম, মানবতাবিরোধী অপরাধ মামলার রাস্ট্রপক্ষের সাক্ষী সুরক্ষা কমিটির আহবায়ক মোঃ রেজাউল হাবিব রেজা, জাতীয় সাংবাদিক সংস্থার ভাইসচেয়ারম্যান আনোয়ারুল হক, সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় মহাসচিব মোঃ ফারুক হোসেন, সাংবাদিক সংস্থার সাংগঠনিক সম্পাদক খন্দকার মাসুদুর রহমান দিপু, সনিবাংলা টিভির সম্পাদক ও প্রকাশক কেএম জুনায়েদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category