ভোরের আলো ডেস্কঃ
কিশোরগঞ্জ থেকে প্রকাশিত সাপ্তাহিক আলোর মেলা পত্রিকার সম্পাদক ও ভোরের আলো সাহিত্য আসরের উপদেষ্টা বিশিষ্ট সমাজ সেবক সাংবাদিক মো: খায়রুল ইসলাম চৌধুরীর ৭ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। রবিবার সন্ধায় জেলা শহরের থানা মার্কেটের মডার্ণ ডেন্টালে ভোরের আলো সাহিত্য আসর ও জাতীয় সাংবাদিক সংস্থার আয়োজনে দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন আলোরমেলা পত্রিকার সাবেক সাহিত্য সম্পাদক মোঃ আজিজুর রহমান। ভোরের আলো সাহিত্য আসরের প্রতিষ্ঠাতা ও জাতীয় সাংবাদিক সংস্থার জেলা ইউনিটের সভাপতি মোঃ রেজাউল হাবীব রেজার পরিচালনায় এতে আলোচনায় অংশ নেন বেতার ও টিভি শিল্পী আবুল হাশেম বাঙালি, ভোরের আলো সাহিত্য আসরের উপদেষ্টা মন্ডলীর সভাপতি আবুল বাহার, মরহুমের ছেলে ইঞ্জিনিয়ার একে রাফিউল আলম চৌধুরী রিফাত, প্রয়াতের স্বজন সমাজসেবক মুজিবুর রহমান খান, মোঃ মিরাশ উদ্দিন ফকির, দন্ত চিকিৎসক হীরা মিয়া, ভোরের আলো সাহিত্য আসরের সহসভাপতি এমএ হালিম তালুকদার, সাধারণ সম্পাদক মোঃ আমিনুল হক সাদী, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক ফারুকুজ্জামান, কবি মর্তুজা জামাল, জহিরুল হাসান রুবেল, মির্জা মাহবুবা বেগ মৌসুমী আক্তার,মোঃ শাহীনুর ইসলাম শাহীন প্রমুখ।
সভায় মরহুমের জীবনের নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পরে মরহুমের স্মরণে বিশেষ দোয়া করা হয়। এছাড়াও মরহুমের পরিবারবর্গের উদ্যোগে পারিবারিকভাবে মিলাদের আয়োজন করা হয়।
প্রসঙ্গত কিশোরগঞ্জ প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির সদস্য, চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি, সাপ্তাহিক আলোর মেলা পত্রিকার সম্পাদক ও বিশিষ্ট সমাজ সেবক সাংবাদিক মো: খায়রুল ইসলাম চৌধুরী ২০১৬ সালের ১৫ জানুয়ারি শুক্রবার বিকেল ৪ ঘটিকার সময় কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি……..রাজেউন। মুত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অনেক আত্মীয় স্বজন রেখে গেছেন।
Leave a Reply