ভোরের আলো বিডি ডেস্কঃ
গত o৮-০১-২০২৩ খ্রি. বিকাল ৩ ঘটিকায় জ্ঞানতীর্থ গ্রন্থাগারের ৪র্থ বর্ষপূর্তি উপলক্ষ্যে বত্রিশ পাঠাগার কার্যালয়ে এক আলোচনা সভা ও সন্মাননা প্রদান করা হয়।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। তেলাওয়াত করেন পাঠাগারের সদস্য হাফেজ খা্লেদ
সাইফুল্লাহ হামিম। ৪র্থ বর্ষপূর্তি’র অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত
ছিলেন কিশোরগঞ্জ জেলা বেসরকারি গণগ্রন্থাগারের সমিতির সাধারণ সম্পাদক স্বপন বর্মন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন করিমগঞ্জ মহাবিদ্যালয়ের অধ্যাপক শাহজাহান সাজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাওয়ার উচ্চবিদ্যালয়ের শিক্ষক রতন বর্মণ, । অনুষ্ঠানটি দুটি পর্বের ১ম পর্বে ছিল শাপলা ও দোয়েল দলের বিতর্ক প্রতিযোগিতা ও ২য় পর্বে ছিল আলোচনা ও সন্মাননা প্রদান। বিতর্ক প্রতিযোগিতায় শাপলা দল বিজয়ী হয়। উক্ত প্রতিযোগিতায় বিপক্ষ দলের দলনেতা মিনহাজুল রাহমান মৃত্তিককে শ্রেষ্ঠ বক্তা হিসেবে ঘোষণা করেন বিচারক মন্ডলী। এ বছর মানব কল্যাণে বিশেষ ভূমিকা রাখার জন্য ৩জনকে সন্মাননা দেওয়া হয়।
সাদামনের মানুষ ক্যাটাগরিতে সম্মাননা পেলেন বৃক্ষ মানব হোছেন আলমগীর। মানবিক পুলিশ শাখায় সম্মাননা পেলেন মো: জাহিদুল ইসলাম। শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য সন্মাননা পেলেন মোঃ শাহজাহান সাজু । সমগ্র অনুষ্ঠানটি গ্রন্থণা ও পরিচালনা করেন জ্ঞানতীর্থ গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা সভাপতি আলমগীর অলিক।
Leave a Reply