✍️ভোরের আলো সাহিত্য আসরের আজ ৭৯৮তম সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ভোরের আলো সাহিত্য আসরের প্রধান পৃষ্ঠপেষক লেখক বীরমুক্তিযোদ্ধা মোঃ নিজাম উদ্দিন।
আমার সঞ্চালনায় (ভোরের আলোর প্রতিষ্ঠাতা) এতে বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি কবি ও ব্যাংকার মোঃ মোতাহের হোসেন, সহসভাপতি মোঃ এম এ হালিম তালুকদার, সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আমিনুল হক সাদী, সংগঠনের উপদেষ্টা লায়ন মোঃ জাহাঙ্গীর আলম, উপদেষ্টা হাকীম মোঃ সুলতান আহমেদ, সাংস্কৃতিক সংগঠক মোঃ শাহীন মিয়া, শাপলাপ্রেমিক আলমগীর অলিক, সংগঠনের সহকারি প্রচার ও প্রকাশনা সম্পাদক শিল্পী জহিরুল হাসান রুবেল, কবি আফরোজা আক্তার, কবি ও শিল্পী আজহারুল ইসলাম, কবি রাশেদ মনির, স্বভাব কবি-গনমানুষের চিন্তক ও লেখক বাবু জুটন দাস, কবি ও শিল্পী প্রিয়া দেবনাথ চুমকি ও শিশু আবৃতিকার তোরশী দেবনাথ আকৃতি।
৭৯৮তম সভায় আগামী ১২ফেব্রুয়ারি জাতীয় সাংবাদিক সংস্থার ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার জন্য সবাইকে এগিয়ে আসার আহবান জানানো হয়। পাশাপাশি আগামী ১৭ ফেব্রুয়ারি ভোরের আলো সাহিত্য আসরের ৮০০তম সভাটি বাস্তবায়ন করার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হয়।
বিশেষ করে স্বাধীনতা বিরোধী চক্রের হাত থেকে সাহিত্য -সংস্কৃতি ও সাংবাদিক প্রতিষ্ঠান গুলো বাঁচিয়ে রাখার পরামর্শ দেয়া হয়। পাশাপাশি খুনি রাজাকার-ধর্ষকদেরকে প্রতিহত করার অঙ্গিকারও ব্যক্ত করা হয়।
এ আসরে গান-কবিতা-ছড়া-আঞ্চলিক পদ্য ধারা- হামদ-নাত ও আলোচনা সভার মধ্যি দিয়ে অনুষ্ঠানে সমাপ্তি ঘটে।
Leave a Reply