ভোরের আলো ডেস্কঃ
জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা ইউনিট কিশোরগঞ্জ কর্তৃক এক সাংবাদিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ১০,১১ ও ১২ ফেব্রুয়ারি-২০২৩ শহরের সমবায় বিল্ডিংয়ের প্রবীন হিতৈষী সংঘের কার্যালয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। এতে সাংবাদিকদের উদ্দেশ্য লক্ষ্য, সাংবাদিকতার উপাদান এবং ইতিহাস সম্পর্কে ধারণা দেয়া হবে। আধুনিক সাংবাদিকার ধরণ নিয়েও আলোচনা হবে।
পুলিশ প্রশাসন ও সাংবাদিকরা কীভাবে লুকিয়ে রাখা তথ্য উদ্ঘাটন করে তাও বিশদভাবে জানা হবে।
মোবাইলে কী করে অনলাইন পোর্টালে ঢুকতে হয় ও নিউজ লিখতে হয়, কীভাবে মূল ছবি ও ইনার ছবি যুক্ত করতে হয় তাও প্রশিক্ষনের অন্তর্ভুক্তিমূলক থাকবে।
প্রশিক্ষণ শেষে জাতীয় সাংবাদিক সংস্থার ৪২তম প্রতিষ্টাবার্ষিকীর এক রেলি বের করা হবে।
উল্লেখ্য যে প্রতিবছর জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী পালনের আগে এই সাংবাদিক প্রশিক্ষন কর্মসূচি পালন জরা হয়।
Leave a Reply