কিশোরগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
কিশোরগঞ্জ প্রতিনিধি।ঃ কিশোরগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা ইউনিটের উদ্যোগে রবিবার (১২ ফেব্রুয়ারী) সকালে একটি র্যালি বের করা হয়। র্যালীটি শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সৈয়ূ নজরুল চত্বরে এসেই শেষ হয়। আনন্দ উচ্ছ্বাসের সাথে র্যালিতে “শুভ শুভ শুভদিন/ জাতীয় সাংবাদিক সংস্থার জন্মদিন।” “মুক্তিযুদ্ধের চেতনায়/ সাংবাদিকরা আয় রে আয়।” “আমরা সবাই ভাই ভাই/রাজাকার মুক্ত সংস্থা চাই” শ্লোগানে কিশোরগঞ্জ শহর মুখরিত হয়। পরে
আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
র্যালিটির শুভ উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ জিল্লুর রহমান। পরে একই স্থানে আলোচনা সভার আয়োজন করা হয়। জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা ইউনিটের সভাপতি মোঃ রেজাউল হাবীব রেজার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিআরডিবির সাবেক পরিচালক বীরমুক্তিযোদ্ধা এড. মোঃ নিজাম উদ্দিন। প্রধান আলোচক ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার জেলা ইউনিটের প্রধান সমন্বয়কারী সাইফ উদ্দিন আহমেদ লেনিন। বিশেষ আলোচক ছিলেন কিশোরগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব মনোয়ার হোসাইন রনি,জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সাংবাদিক আনোয়ার হোসেন বাচ্চু, ভোরের আলো সাহিত্য আসরের সভাপতি মোঃআজিজুর রহমান, জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা ইউনিটের সাধারণ সম্পাদক মোঃ আমিনুল হক সাদীর পরিচালনায় এতে বক্তব্য রাখেন সরকারি চাকুরীজীবী কল্যাণ ফোরামের ব্যবস্থাপনা পরিচালক সারোয়ার আহম্মদ খান, রাখেন জাতীয় সাংবাদিক সংস্থার কিশোরগঞ্জ সদর উপজেলা ইউনিটের সভাপতি শামছুল মালেক চৌধুরী লিটন, তাড়াইল প্রেসক্লাব ও জাতীয় সাংবাদিক সংস্থার উপদেষ্টা দেওয়ান ফারুক দাদ খান, তাড়াইল ইউনিটের সভাপতি আবুল হাশেম,সাধারণ সম্পাদক আফসর উদ্দিন, করিমগঞ্জ সাংবাদিক সংস্থার উপদেষ্টা শেখ আবুল মনসুর লনু, করিমগঞ্জ ইউনিটের সভাপতি হাবিবুর রহমান বিপ্লব, ভৈরব ইউনিটের সভাপতি মোঃ ছাবির উদ্দিন রাজু,
সাংবাদিক সংস্থার জেলা কমিটির সহসভাপতি নজরুল ইসলাম খায়রুল, যুগ্ম সম্পাদক শফিক কবির, সহ সভাপতি আসাদুজ্জামান আসাদ,সাংগঠনিক সম্পাদক ফারুকুজ্জামান, অর্থ সম্পাদক মোঃ আবুল কাশেম,সহ প্রশিক্ষণ সম্পাদক কামরুজ্জামান তামীম,কিশোরগঞ্জ জেলা রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি আলী রেজা সুমন, সদর উপজেলা ইউনিটের সাধারণ সম্পাদক, সম্পাদক রেহান উদ্দিন রেহান, হোসেনপুর ইউনিটের সভাপতি নজরুল ইসলাম খায়রুল। তাছাড়া এতে উপস্থিত ছিলেন নিউজ১৭ বিডির প্রকাশক ও সম্পাদক হাজী মোঃ আবু সাঈদ, সাংবাদিক আশরাফুল ইসলাম, সাংবাদিক আশরাফুল ইসলাম তুষার, সাংবাদিক আবদুর রউফ, সাংবাদিক খায়রুল ইসলাম, ভোরের আলো বিডি’র উপদেষ্টা আহসান হাবীব, ওয়ালটন ডিস্ট্রিবিউটর মোঃ শফিকুল ইসলাম, সাংবাদিক মোঃ ফেরদৌস মিয়া, মুক্তিযোদ্ধা প্রজন্ম মোঃ শাহীন মিয়া, নিউজ ১৭বিডি ডটকম এর কটিয়াদী প্রতিনিধি রীমা আক্তার, সাংবাদিক সংস্থার কার্যালয়ের স্থানদাতা ডাঃ হিরা মিয়া সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ ও সাংবাদিকগণ।
তার আগে তিনদিন ব্যাপি “সাংবাদ ও সাংবাদিকতা বিষয়ক ” প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
র্যালি শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়।
Leave a Reply