মো:সারোয়ার জাহান
করিমগঞ্জ উপজেলার দেহুন্দা ইউনিয়নের চরদেহুন্দা গ্রামে গত ১০/০২/২৩তারিখ রোজ শক্রবার অনুষ্ঠিত হয় নবজাগরণ ব্লাড ডোনেশন ক্লাবের আলোচনা সভা ও সম্মাননা স্মারক বিতরণী অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ৬নং দেহুন্দা ইউনিয়ন পরিষদের মানবিক চেয়ারম্যান এম এ হানিফ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জজ কোর্টের স্পেশাল এপিপি এডভোকেট মোজাম্মেল হক মাখন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম শফিক। এছাড়াও উপস্থিত ছিলেন শাহ-আলম স্যার,এরশাদ স্যার,কৃষি ব্যাংক কর্মকর্তা মাজেদুল হক মাজেদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।পুরো অনুষ্ঠান জোরে সঞ্চালনা করেন প্রভাষক মো:সারোয়ার জাহান।সকল অতিথিবৃন্দ তাদের ভাষনে উক্ত ক্লাবের কার্যক্রমকে সাধুবাদ জানায়।বিশেষ করে চেয়ারম্যান এম এ হানিফ উক্ত ক্লাবকে সার্বিকভাবে সহযোগিতা করার কথা বলেন।প্রধান অতিথির ভাষণে এড.মোজাম্মেল হক মাখন বলেন”একের রক্ত অন্যের জীবন রক্তই হোক আত্নার বন্ধন”।অনুষ্ঠানের শেষ পর্যায়ে ক্লাবের পক্ষ থেকে নিয়মিত রক্তদাতা সম্মানিত সদস্যদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দগণ।নবজাগরণ ব্লাড ডোনেশন ক্লাবের সাধারণ সম্পাদক মো:শান্ত আহমেদ তাদের ক্লাবের লক্ষ্য উদ্দেশ্য অতিথি ও জনগণের সামনে তুলে ধরেন।এমন মানবিক কাজে সকলেই যেন সকলের নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন,এমন আহ্বানও তিনি করেন।তিনি আরো বলেন,আমরা সর্বদাই আপামর জনসাধারণের সেবায় কাজ করে যাবো।
Leave a Reply