আজ ৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

বাউল সম্রাট শাহ্ আবদুল করিম-এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বসন্ত বাতাসে অনুষ্ঠান

মো: সারোয়ার জাহান
কিশোরগঞ্জ সংস্কৃতি মঞ্চের আয়োজনে বাউল সম্রাট শাহ্ আবদুল করিম-এর ১০৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে ১৫ ফেব্রুয়ারি রোজ বুধবার সন্ধ্যা ৭ঘটিকায় আয়োজিত হলো বসন্ত বাতাসে সংস্কৃতি অনুষ্ঠান। অনুষ্ঠানে সভাপতি ছিলেন মো: জিয়াউর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহম্মদ।বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা কালচারাল অফিসার তানিয়া ইসলাম ঝুমুর। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কাজী করিম উল্লাহ, এ.কে.এম আব্দুল কাদির ভূঞা,মোহাম্মদ মঈনুল রহমান মনির,লুৎফর রহমান নয়ন।আরো ছিলেন গীতিকার বিনয় সরকার,শিল্পী হাশেম,মানস কর,নাট্যকার ওয়াহাব,মম জুয়েল,সংস্কৃতি মঞ্চের প্রতিষ্ঠাকালীন সদস্য আতাউর রহমান মিলনসহ অসংখ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব।

বিশেষ অতিথির ভাষণে মোহাম্মদ মঈনুল রহমান মনির শাহ্ আবদুল করিমের স্মৃতিচারণে বলেন, “অনেক কাছ থেকে আমি শাহ আবদুল করিম কে দেখেছি।দুপুরে খাবার কোথা হতে আসবে তিনি জানতেন না।তিনি অনেক দরিদ্র ছিলেন কিন্তু তিনি কখনো সংস্কৃতি থেকে পিছু হটেননি।” এ.কে. এম.আবদুল কাদির ভূঞা বলেন, “আমরা শাহ্ আবদুল করিম কে হৃদয়ে ধারণ করি।তিনি অনেক পদক পেয়েছেন কিন্তু সবচেয়ে বেশি যেটি পেয়েছেন সেটি হলো মানুষের ভালোবাসা। নিপীড়িত মানুষের প্রেম তার গানে ফুটে উঠেছে।” পুরো অনুষ্ঠান জোরে সঞ্চালনা করেন-মুহাম্মদ শামীম রেজা। সভাপতির ভাষণে মো: জিয়াউর রহমান বলেন, “নতুন প্রজন্মের কাছে শাহ্ আবদুল করিম কে পরিচয় করিয়ে দিতে প্রতিবছর এ আয়োজন করে থাকি।”

আলোচনার পরপরই শুরু হলো গান।গায়ক হিসেবে ছিলেন সামছুল ইসলাম শাহীন, মাহ্ফুজ, কায়েস আকন্দ, সেতারা বেগম সেতু,তাসলিমা নিঝুম, জহিরুল হাসান রুবেল ও তানিশা। শিল্পী কায়েস আকন্দের নেতৃত্বে দলীয় গান দিয়ে গানের পর্ব শুরু হলেও পর্যায়ক্রমে এককভাবে তুমিও মানুষ আমিও মানুষ, প্রেম করছে যেজন জানে সেজন, চাতক পাখির মতো আমি আশায় চেয়ে থাকিগো,প্রাণ বন্ধু আসিতে সখিগোসহ বিভিন্ন গানে দর্শকদের মাতিয়ে তুলে।গান শুনে দর্শকরা মুগ্ধ হয়ে অনুষ্ঠান চালিয়ে যাওয়ার জন্য চিৎকার চেচামেচি করে তাদের ইচ্ছার জানান দিচ্ছিলো।কিন্তু সময় স্বল্পতার কারণে গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান গানটি দিয়ে করিম সন্ধ্যার অনুষ্ঠান শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category