মোঃসারোয়ার জাহান,বিশেষ প্রতিনিধিঃ
যে কোনো স্বল্পবয়সীর মৃত্যু, তদুপরি মর্মান্তিক দূর্ঘটনার শিকার হওয়া ঘটনা সকলের হৃদয়ে শোকের ছাপ পড়ে। এমন এক ঘটনায় কিশোরগঞ্জে ট্রেনে কাটা পড়ে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে । সে জেলার তাড়াইল উপজেলার দড়িজাহাঙ্গীরপুর গ্রামের মো. হাবীব ভূঁইয়ার ছেলে মো. সাকিন (২০) বলে জানা গেছে।দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে ছুটে আসেন সাকিনের স্বজন ও বন্ধুবান্ধব সহ প্রতিবেশী লোকজন।
আজ শুক্রবার (১৭ ফেব্রুয়ারী) সকাল পৌনে ১১টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার শোলাকিয়া কানিকাটা রেলক্রসিং এর সামনের এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ট্রেনে কাটা পড়া সাকিন গুরুদয়াল সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের এইচএসসি দ্বিতীয় বর্ষের পড়ুয়া শিক্ষার্থী ছিল। কিশোরগঞ্জ সদর উপজেলার দক্ষিণ লতিফাবাদ গ্রামে নানার বাড়িতে থেকে লেখাপড়া করতেন সাকিন। সকালে এ এলাকায় হাঁটতে এসে আনমনা অবস্থায় চলতে গিয়ে এ নির্মম দূর্ঘটনার শিকার হন সাকিন।
ট্রেনটি ছিল ময়মনসিংহ থেকে ভৈরবগামী নাসিরাবাদ এক্সপ্রেস। এ ট্রেনের নিচে কাটা পড়ার ঘটনায় এলাকাবাসী পুলিশে খবর দেন।
এতে ছুটে আসেন কিশোরগঞ্জ রেলওয়ে পুলিশের এ এস আই মো. ইউনুছ। তিনি জানান, সকাল ১১টার দিকে ৯৯৯-এ কল পেয়ে তিনি এবং তার সহযোগীরা ঘটনাস্থলে ছুটে আসেন এবং প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ঘটনার বিবরণ নথিভুক্ত করেন।
অতপর তিনি মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠান ।
বিজ্ঞান পড়ুয়া ছাত্রের মৃত্যুর ঘটনায় অন্য কোনো রহস্য আছে কি না তা জানতে চায় আগ্রহী লোকজন।