আজ ২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ট্রেনে কাটা পড়ে গুরুদয়াল কলেজের বিজ্ঞানবিভাগের এক ছাত্রের মর্মান্তিক মৃত্যু

মোঃসারোয়ার জাহান,বিশেষ প্রতিনিধিঃ

যে কোনো স্বল্পবয়সীর মৃত্যু, তদুপরি মর্মান্তিক দূর্ঘটনার শিকার হওয়া ঘটনা সকলের হৃদয়ে শোকের ছাপ পড়ে। এমন এক ঘটনায়   কিশোরগঞ্জে ট্রেনে কাটা পড়ে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে । সে জেলার তাড়াইল উপজেলার দড়িজাহাঙ্গীরপুর গ্রামের মো. হাবীব ভূঁইয়ার ছেলে মো. সাকিন (২০) বলে জানা গেছে।দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে ছুটে আসেন সাকিনের স্বজন ও বন্ধুবান্ধব সহ প্রতিবেশী লোকজন।

আজ শুক্রবার (১৭ ফেব্রুয়ারী) সকাল পৌনে ১১টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার শোলাকিয়া কানিকাটা রেলক্রসিং এর সামনের এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ট্রেনে কাটা পড়া সাকিন গুরুদয়াল সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের এইচএসসি দ্বিতীয় বর্ষের পড়ুয়া  শিক্ষার্থী ছিল। কিশোরগঞ্জ সদর উপ‌জেলার দক্ষিণ লতিফাবাদ গ্রামে নানার বাড়িতে থেকে লেখাপড়া কর‌তেন সাকিন। সকালে এ এলাকায় হাঁটতে এসে আনমনা অবস্থায় চলতে গিয়ে এ নির্মম দূর্ঘটনার শিকার হন সাকিন।

ট্রেনটি ছিল ময়মনসিংহ থেকে ভৈরবগামী নাসিরাবাদ এক্সপ্রেস।  এ ট্রেনের নিচে কাটা পড়ার ঘটনায় এলাকাবাসী  পু‌লি‌শে খবর দেন।

এতে ছুটে  আসেন কিশোরগঞ্জ রেলওয়ে পুলিশের এ এস আই মো. ইউনুছ।  তিনি জানান, সকাল ১১টার দিকে ৯৯৯-এ কল পেয়ে তিনি এবং তার সহযোগীরা ঘটনাস্থলে ছুটে আসেন এবং প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ঘটনার বিবরণ নথিভুক্ত করেন।

অতপর তিনি  মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন‌্য কি‌শোরগঞ্জ ২৫০ শয্যা জেনা‌রেল হাসপাতাল ম‌র্গে পাঠান ।

বিজ্ঞান পড়ুয়া ছাত্রের মৃত্যুর ঘটনায় অন্য কোনো রহস্য আছে কি না তা জানতে চায় আগ্রহী লোকজন।

Comments are closed.

     More News Of This Category