মো:সারোয়ার জাহান বিশেষ প্রতিনিধি,কিশোরগঞ্জ
আমরা বাঙালি। আমাদের মাতৃভাষা বাংলা। এই মাতৃভাষার জন্য প্রাণ দিয়ে বিরল ইতিহাস রচনা করেছে বাঙালি। মাতৃভাষা বাংলা টিকিয়ে রাখার দাবিতে গড়ে উঠা আন্দোলনে ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি সালাম, জব্বার,শফিক,বরকত,রফিক প্রমুখের রক্তে রঞ্জিত হয়েছিল ঢাকার রাজপথ। সেই রক্তাক্ত স্মৃতি বিজড়িত অমর একুশে ফেব্রুয়ারি আজ।তাদের স্মরণে সারাদেশে একুশে ফেব্রুয়ারিকে ব্যাপকভাবে উদযাপন করা হয়।
প্রতি বছরের ন্যায় কিশোরগঞ্জবাসী গুরুদয়াল সরকারি কলেজ সংলগ্ন শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে আজ মঙ্গলবার ১২টা ১ মিনিটে অর্থাৎ প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে।প্রায় শতাধিক প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণ করে।সকলেই ২১শের চেতনায় মুখরিত ছিলো।পুষ্পস্তবক অর্পণে ডা:সৈয়দা জাকিয়া নূর লিপি কিশোরগঞ্জ-০১, কিশোরগঞ্জ জেলা প্রশাসক, কিশোরগঞ্জ পৌরসভা, মুক্তিযুদ্ধাগণ, কিশোরগঞ্জ জেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, জেলা মহিলা আওয়ামী লীগ, জেলা যুব মহিলা আওয়ামী লীগ, কিশোরগঞ্জ জেলা জাতীয়তাবাদি দল(বিএনপি), যুবদল, ছাত্রদল, জেলা শিল্পকলা একাডেমি, জেলা আইনজীবী পরিষদ, জেলা বঙ্গবন্ধু পরিষদ, গুরুদয়াল সরকারি কলেজ, ঈশাঁ খা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, কিশোরগঞ্জ মডেল কলেজ, ফিরোজা মেডিকেল ইনস্টিটিউট, কিশোরগঞ্জ সদর ব্যবসায়ি মালিক সমিতি, সুগন্ধা ডিপার্টমেন্টাল স্টোর, বাসদ, পরিবার পরিকল্পনা কার্যালয়, কিশোরগঞ্জ চক্ষু হাসপাতাল, জেলা সঞ্চয় অফিস, বাংলাদেশ শিক্ষক সমিতি কিশোরগঞ্জ, মুক্তিযুদ্ধা সন্তান সংসদ, কিশোরগঞ্জস্থ করিমগঞ্জ উপজেলা মানব কল্যাণ ক্লাব(KKC), কিশোরগঞ্জস্থ ইটনা উপজেলা মানব কল্যাণ ক্লাব,ফারিয়া কিশোরগঞ্জ সদরসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো অংশগ্রহণ করে।
একুশের প্রথম প্রহরে ভাষা শহীদের শ্রদ্ধা জানাতে এমন মরিয়া হইয়া ছুটে চলা কিশোরগঞ্জবাসীর ঢল যেন মনে করিয়ে দেয় সেই আগুনঝরা ফাগুনের টগবগে আবেগ।কণ্ঠে একুশের গান,হাতে ভালোবাসার ফুল প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ভাষা শহীদের প্রতি যেন এ ভালোবাসা চির অমলিন।
সকলের বুকে কালো বেইজ ও মুখে আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারি আমি কি তোমাকে ভুলিতে পারি…সুর তুলে শহীদ মিনারে দিকে অগ্রসর হতে দেখা গেছে। এমনকি শহীদের সম্মানার্থে সবাই খালি পায়ে আসে।পুষ্পস্তবক অর্পণের সময় শৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিলো পুলিশ ও গুরুদয়াল সরকারি কলেজের রোভার স্কাউটের সদস্যরা।
Leave a Reply