আজ ৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

তুরস্ক আবার ভূমিকম্পের কবলে,নিহত ৬

মো: সারোয়ার জাহান বিশেষ সংবাদদাতা

পৃথিবীর ভয়াবহতম প্রাকৃতিক বিপর্যয়গুলোর মধ্যে অন্যতম হলো-ভূমিকম্প।এর আঘাতে সামান্য কয়েক সেকেন্ডের মধ্যে একটি গ্রাম,একটি শহর,এমনকি মূহুর্তের মধ্যে একটি দেশের চিত্রও পাল্টে যেতে পারে। এমনই একটি ভয়াবহ ভূমিকম্পের ঘটনা ঘটেছে তুরস্ক-সিরিয়ার সীমান্তে।যেটির মাত্রা ছিলো ৬ দশমিক ৪। হতভম্ব তুরস্কের গোটা দক্ষিণাঞ্চল। কেননা,মাত্র দুই সপ্তাহ আগে ঘটে যাওয়া ভূমিকম্পের ধ্বংসস্তূপেই আটকে আছে অনেকেই। তাদের বেঁচে থাকার সম্ভাবনা না থাকায় তুরস্ক ও সিরিয়ায় ইতিমধ্যে উদ্ধার কাজও বন্ধ করা হয়েছে।স্থানীয় গণমাধ্যমের বলাতে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানায়,ভূমিকম্পের কেন্দ্রস্থল হাতায় প্রদেশের আনতাকিয়া এবং আদানা শহরের মাঝামাঝি অঞ্চল যার অবস্থান ভূমি থেকে প্রায় ২কিলোমিটার গভীরে

আল-জাজিরা জানিয়েছে, নতুন ভূমিকম্পে দেশটির হাতায় প্রদেশে ৬জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৬৮০জন তুরস্ক ও সিরিয়া মিলিয়ে।আলজাজিরা আরো বলছে, বিধ্বস্ত তুরস্কের দক্ষিণাঞ্চলে স্থানীয় সময় গত সোমবার রাত ৮টা ৪ মিনিটে আরেকটি ভূমিকম্প আঘাত হেনেছে। তুরস্কের দুর্যোগ মোকাবিলা সংস্থা এএফএডি জানিয়েছে, ভূমিকম্পের পর বেশ কয়েকটি পরাঘাত অনুভূত হয়েছে। তুরস্কে যারা মারা গেছেন, তারা হাতায় প্রদেশের আনতাকিয়া, দেফনে ও সামানদাগির বাসিন্দা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category