ভোরের আলো ডেস্কঃ৷৷
নির্বাচন হলো মতামতের ভিত্তি। একটি প্রতিষ্ঠান সূচারুরূপে পরিচালিত হওয়ার জন্য নির্বাচনের মাধ্যমে দায়িত্বশীল নির্ধারণ করা অপরিহার্য। এ লক্ষেই কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতি নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
আজ সোমবার সকাল ১০ টায় ভোটগ্রহণ শুরু হয়েছে তা চলবে বিকাল ৪ টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে।
যারা নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিয়েছেন তারা প্রত্যেকেই তাদের ক্যারিয়ার তুলে ধরেছেন ভোটারদের সামনে। তারা নির্বাচনে ১৪ টি পদে ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সভাপতি পদে তিনজন, সহ সভাপতির দুটি পদে তিনজন, সাধারণ সম্পাদক পদে দুজন, সহ সাধারণ সম্পাদকের দুটি পদে চারজন, লাইব্রেরি সম্পাদকের একটি পদে দুজন, সাংস্কৃতিক সম্পাদকের একটি পদে দুজন, অডিটরের একটি পদে একজন এবং পাঁচটি সদস্য পদে সাতজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন শেষ হলে জানা যাবে কে কতটুকুঅর্জন করেছে বা না করেছে।
যে যার সমর্থন নিয়েছে তার স্ব-স্ব সমর্থিত ব্যানার শোভা পাচ্ছে আদালত পাড়ায়। এরইমাঝে মধ্যে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত সভাপতি পদে মো. সহিদুল আলম শহীদ, সহ সভাপতি পদে মো. নবী হোসেন ও মুফতি মো. জাকির খান, সাধারণ সম্পাদক পদে এ এফ এম বজলে কাদের মুকুল, সহ সাধারণ সম্পাদক পদে অনুপম দেবনাথ ও সাইদুর রহমান সরকার রাসেল, লাইব্রেরি সম্পাদক পদে মোহাম্মদ আবু সাঈম, সাংস্কৃতিক সম্পাদক পদে সাইফুল ইসলাম আহমেদ পলাশ, অডিটর পদে আবু সাদাত মো. সায়েম এবং সদস্য পদে মো. আল-আমীন (করিমগঞ্জ), জাকির হোসেন অভি, রফিকুল ইসলাম রফিক, শাহরিয়ার কবির দিপু ও মো. সিরাজুল ইসলাম ভূঞা।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে সভাপতি পদে জালাল মো. গাউস, সহ সভাপতি পদে আলাউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক পদে আমিনুল ইসলাম রতন, সহ সাধারণ সম্পাদক পদে মো. জসিম উদ্দিন রুবেল, লাইব্রেরি সম্পাদক পদে রায়হান মিয়া, সাংস্কৃতিক সম্পাদক পদে এ. এম ছাজ্জাদুল হক এবং সদস্য পদে মোহাম্মদ আব্দুল্লাহ আল বোখারী ও শাখাওয়াত হোসেন।এছাড়া সভাপতি পদে মোহাম্মদ আলী ভূঞা ও সহ সাধারণ সম্পাদক পদে বিলাস বিশ্বাস স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যি দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বলে নির্বাচন কমিশনার এডভোকেট শেখ ফারুক আহম্মদ ভোরের আলো বিডিকে জানিয়েছেন। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৫৮১ জন। গণনা শেসে জানা যাবে কে হারে বা জিতে।
নির্বাচন পরিচালনা কমিটি তৎপর রয়েছেন নির্ভুল নির্বাচন উপহার দেয়ার জন্য। পাঁচজন নির্বাচন কমিশনার নির্বাচন পরিচালনার দায়িত্বে রয়েছেন। তারা হলেন প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট এস. এম মাহবুবুর রহমান, নির্বাচন কমিশনার এডভোকেট এ.বি.এম লুৎফর রশিদ রানা, এডভোকেট মো. কামরুল ইসলাম বাবু, এডভোকেট শেখ ফারুক আহম্মদ ও এডভোকেট মো. সানোয়ার হোসেন রুবেল। মিডয়াকর্মীদের আশ্বস্থ করে তারা বলেনঃ নির্বাচন হবে অবাধ-নিরপেক্ষ ও সুষ্ঠু। আদালত পাড়ায় উৎসবের এক আমেজ বিরাজ করছে। তথ্য সংগ্রহে তৎপর রয়েছে মিডিয়া কর্মীরাও।