আজ ২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আগামী জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠাতে চায় ইউরোপীয় ইউনিয়ন

মো: সারোয়ার জাহান বিশেষ সংবাদদাতা

৯ মার্চ রোজ বৃহস্পতিবার সচিবালয়ে আইনমন্ত্রীর সঙ্গে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াটলির নেতৃত্বে বৈঠক হয়।আগামী জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠাতে চায় ইইউ।জার্মানি,নেদারল্যান্ডস,ইতালি,ডেনমার্ক,স্পেন ও ফান্স এ প্রস্তাব দেন। বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান আইনমন্ত্রী আনিসুল হক।

এ বিষয়ে আইনমন্ত্রী বলেন, ‘আগামী সংসদ নির্বাচনে তারা পর্যবেক্ষক পাঠাতে চান। আপনারা নিশ্চয়ই শুনেছেন যে, পর্যবেক্ষকদের ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো আপত্তি নেই, সেটা অত্যন্ত পরিষ্কারভাবে বলে দিয়েছেন। এখন এটা হচ্ছে নির্বাচন কমিশনের ব্যাপার। নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে কত জনকে আনবে, কত জনকে আনবে না। আমার মনে হয় নির্বাচন কমিশনও এ ব্যাপারে দ্বিমত করবে না।’

ডেটা প্রটেকশন আইন ও বৈষম্য নিরসন আইন, ডিজিটাল নিরাপত্তা আইন, সিভিল সোসাইটটি বিষয়গুলো নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানান আইনমন্ত্রী আনিসুল হক।

তিনি আরো বলেন, ‘আগামী ১৪ মার্চ বেলা ১১টায় সিভিল সোসাইটির ১০ জন প্রতিনিধির সঙ্গে ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে বসবো। ওনাদের যে সব কথা আছে আমি তা শুনবো।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category