আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাক্ষী মোঃ আক্কাস আজ ১৫মার্চ,বুধবার নিজ বাড়িতে বিকেল সাড়ে ৪ঘটিকায় ইনতেকাল করছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো আনুমানিক ৭০ বছর। তিনি তার স্ত্রী,১ছেলে, ২মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি কিশোরগঞ্জ জেলাধীন করিমগঞ্জ উপজেলার আয়লা গ্রামের বাসিন্দা ছিলেন। ১৯৭১ সনে রাজাকার কমান্ডার গাজী মান্নান,সাবকামান্ডার এটিএম নাসির উদ্দিন,অ্যডভোকেট শামছ উদ্দিন, আজহারুল ইসলাম ও হাফিজ উদ্দিনের তান্ডবের এক প্রত্যক্ষদর্শী সাক্ষী ছিলেন।
যুদ্ধাপরাধ প্রতিরোধ আন্দোলন কমিটি ও সাক্ষী সুরক্ষা কমিটির সভাপতি রেজাউল হাবিব রেজা বলেনঃ “তিনি আড়াল থেকে আয়লাগ্রামে এটিএম নাসির উদ্দিনের গুলিতে মিয়া হোসেনসহ বেশ কয়েকজনের মৃত্যু দেখেছিলেন। সাক্ষী হিসেবে তার জোরালো উপস্থাপনায় যুদ্ধাপরাধী রাজাকার এটিএম নাসির উদ্দিনসহ অন্যান্য খুনি রাজাকারদের ফাঁসির রায় প্রদান করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক।”
এশা নামাজের পর তার তার জানাযা হবার কথা রয়েছে বলে আরেক সাক্ষী গোলাম মোস্তফা জানান। তিনি তার মৃত্যুর পূর্বে নানাবিধ রোগে ভূগতেছিলেন। দারিদ্রতার চরম অবস্থায় পুরোপুরি চিকিৎসার ব্যয় বহন করতে অক্ষম ছিলেন বিধায় মৃত্যুবধি অনেক কষ্টের মুখোমুখি হতে হয় এ সাক্ষীকে। প্রয়াত এ সাক্ষীর আত্মার শান্তি কামনায় কিশোরগঞ্জ যুদ্ধাপরাধ প্রতিরোধ আন্দোলন কমিটি বিশেষ দুআ কামনা করেছে।