আজ ২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির নির্বাচন সংক্রান্ত অবহিতকরণে সংবাদ সম্মেলন।

ভোরের আলো ডেস্কঃ

“আপত্তি দাখিল ও শুনানী না হওয়া পর্যন্ত বিবাদেরকে নির্বাচনের আয়োজন করা থেকে বিরত করা হলো” মর্মে এক অবহিত করণ প্রচারকল্পে একটি সংবাদ সম্মেলন করা হয়েছে কিশোরগঞ্জে।

মেয়াদোত্তীর্ণ অবৈধ কমিটির অগঠনতান্ত্রিক নির্বাচন আয়োজন করা থেকে বিরত থাকতে আদালতের নিষেধাজ্ঞা অবহিতকরন করতে এক সংবাদ সম্মেলন করেছে কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ মালিকরা। বৃহস্পতিবার (১৬ মার্চ) রাতে জেলা শহরের স্টেশন রোডের হোটেল শেরাটনের মিলনায়তনে এ সংবাদ সম্মেলন আয়োজন করেন তাঁরা।

সংবাদ সম্মেলনে মালিক সমিতি’র সদস্য আনোয়ার হোসেন আনারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাবেক সভাপতি ও বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সহ-সভাপতি শাহজাহান লস্কর। তিনি বলেন, গত ৯ই মার্চ কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির মেয়াদোত্তীর্ণ কমিটির সদস্য সচিব আলমগীর মুরাদ রেজা আগামী ১৯শে মার্চ সাধারণ সভা আহ্বান করেন। এ সভা আহবান করার একমাত্র উদ্দেশ্য ছিল কন্ঠ ভোটে শুধু সভাপতি – সাধারণ সম্পাদক নির্বাচন করা। তাই এ সাধারণ সভা আহবানকে চ্যালেঞ্জ করে মালিক সমিতি’র সদস্য আনোয়ার হোসেন আনার বাদী হয়ে কিশোরগঞ্জের সিনিয়র সহকারী জজ আদালতে মামলা দায়ের করেন। যার মোকদ্দমা নং- ১৫২/২০২৩।

শাহজাহান লস্কর বলেন, মামলায় কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির আহবায়ক মো : হেলাল উদ্দিন মানিক ও সদস্য সচিব আলমগীর মুরাদ রেজাসহ ২১ জনের বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞা প্রার্থনা করলে – বিজ্ঞ আদালত ১৪ই মার্চ “আপত্তি দাখিল ও শুনানী না হওয়া পর্যন্ত বিবাদীদেরকে নির্বাচন আয়োজন করা থেকে বিরত করা হলো ” মর্মে নিষেধাজ্ঞা দেন।

শাহজাহান লস্কর আরও বলেন, বৃহস্পতিবার (১৬ মার্চ) বিজ্ঞ আদালতের প্রেরিত নোটিশ দুপুর ২টায় মালিক সমিতির কার্যালয়ের সিল মোহর লাগিয়ে ২১ জনই গ্রহন করেন। ফলে পরবর্তী শুনানী না হওয়া পর্যন্ত বর্তমান আহ্বায়ক কমিটি সমিতির কোন কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন না।

সংবাদ সম্মেলনে সাধারণ সদস্য ক্যাপ্টেন সালাহ উদ্দিন আহমেদ সেলু বলেন, সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে নির্বাচন/ সাধারণ সভার মাধ্যমে পূর্নাঙ্গ কমিটি গঠন করার শর্ত দিয়ে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি শর্তযুক্তভাবে অস্হায়ী আহ্বায়ক কমিটি অনুমোদন করেছেন। ৯০ দিন মেয়াদী এই কমিটি ২০২২ সালের ১৮ অক্টোবর অনুমোদন হয়। যা ২০২৩ সালের ১৫ জানুয়ারী এই আহবায়ক কমিটি মেয়াদোত্তীর্ণ হয়। পরে আর মেয়াদ বৃদ্ধি হয় নাই।

সালাহ উদ্দিন আহমেদ সেলু বলেন, মেয়াদোত্তীর্ণ কমিটি বাংলাদেশ সড়ক ও জেলা সড়ক পরিবহন মালিক সমিতির গঠনতন্ত্র না মেনে এক তরফাভাবে নিজেদের জিম্মায় সমিতি কুক্ষিগত করতে ৩১ সদস্যের মধ্যে মাত্র ২টি পদে কন্ঠভোটে নির্বাচন করার পায়তারা করছিল। তাছাড়া সাধারণ সভা অতঃপর নির্বাচনে অংশগ্রহন যেন না করতে পারে সে কারনে সাধারণ মালিকদের একটি বৃহৎ অংশকে বাদ রাখা হয়। তাদেরকে কোন বিষয়েই এখন পর্যন্ত অবহিত করা হয় নাই। এমতাবস্হায়, আমাদের দাবী স্বচ্ছ ভোটার তালিকা, নিরপেক্ষ সুষ্ঠ নির্বাচন করার লক্ষ্যে তত্ত্বাবধায়ক কমিটি ও গোপন ব্যালটে অবাধ নির্বাচন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাবেক কার্যকরী সভাপতি এটিএম মোস্তাফা, সাবেক আহবায়ক লেলিন রায়হান শুভ্র শাহীন, সাবেক সদস্য সচিব শেখ ফরিদ আহমেদ, সাধারণ সদস্য ক্যাপ্টেন সালাহ উদ্দিন আহমেদ সেলু, সাবেক সহ-সভাপতি আব্দুল গণি খান, সাধারণ সদস্য মোঃ খালেক ভূইয়া, সাধারণ সদস্য মামলার বাদী আনোয়ার হোসেন আনার, বাস মালিক শাহজাহান প্রমুখ।

সুধীমহল মনে করেন বিষয়টির আশু সূরাহা হওয়া উচিত। কারন অনাকাঙ্খিত পরিবেশ সমাজকে নষ্ট করে। সামাজিক স্থতিশীলতা বজায় রাখতে আদালতের নিষেধাজ্ঞা মানা অপরিহার্য।

Comments are closed.

     More News Of This Category