মো: সারোয়ার জাহান,বিশেষ প্রতিনিধি
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের রৌহা গ্রামের ব্যবসায়ী এরশাদ উদ্দিন।তিনি প্রতিবছর রমজানে তার এলাকার গরীব দুঃখী মেহনতি মানুষের কাছে ১০ টাকা লিটারে দুধ বিক্রি করেন। তার এমন কাজে এলাকার জনগণ প্রশংসায় পঞ্চমুখ। হতদরিদ্র মানুষরা স্বল্প মূল্যে দুধ পেয়ে অনেক সন্তোষ প্রকাশ করেন।
রমজান শুরুর আর মাত্র দুইদিন বাকি।এবারো তার ব্যতীক্রম কিছু নয় বরং এবার আরও বৃহৎ পরিসরে ১০ টাকায় দুধ বিক্রি করবেন বলে জানিয়েছেন বাংলাদেশ মিলস্কেল রি-প্রসেস অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও জেসি এগ্রো ফার্মের চেয়ারম্যান এরশাদ উদ্দিন।জেসি এগ্রো ফার্মে বর্তমানে পাঁচ শতাধিক গরু রয়েছে। তিনি এখন প্রস্তুতি নিচ্ছেন। ইতোমধ্যে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে নামমাত্র দামে দুধ বিক্রির ঘোষণা দিয়েছেন। রোজার প্রথম দিন থেকে সারা মাস ১০ টাকা লিটারে দুধ বিক্রির পরিকল্পনা রয়েছে তাঁর।
এ ব্যাপারে জেসি এগ্রো ফার্মের চেয়ারম্যান এরশাদ উদ্দিন বলেন, ‘সারা দিন রোজা শেষে মানুষ একটু ভালোমন্দ খেতে চায়। সবারই ইচ্ছে থাকে ইফতারে অন্যান্য খাবারের সঙ্গে দুধ থাকুক। কিন্তু দুধসহ সব কিছুর দাম তো আকাশছোঁয়া। ইচ্ছা থাকলেও সবাই দুধ কিনতে পারে না। এসব বিষয় ভেবে এবারে উদ্যোগটি আমি বড় করে নিয়েছি। গত রমজানে এক টন পরিমাণ দুধ বিক্রি করেছি। এবার ইচ্ছা আছে পরিমাণটা দ্বিগুণ করার।’
Leave a Reply