মো: সারোয়ার জাহান বিশেষ প্রতিনিধি
কিশোরগঞ্জের করিমগঞ্জে স্কুল ছাত্রী(১১) ধর্ষণ মামলার আসামী মো: শফিকুল ইসলাম (৩৪)কে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ হাবিবুল্লাহ উপস্থিতিতে আজ ২১শে মার্চ মঙ্গলবার বেলা ১২টায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।দণ্ডপ্রাপ্ত আসামী করিমগঞ্জ উপজেলার গোজাদিয়া ইউনিয়নের পিটুয়া গ্রামের দ্বীন ইসলামের ছেলে।
মামলার এজহার অনুযায়ী জানা যায়, স্কুল পড়ুয়া শিশুটিকে আসামী মো: শফিকুল ইসলাম প্রায়ই খারাপ কথাবার্তা সহ বিভিন্নভাবে উত্যক্ত করত।২০২১ সালের ৮আগষ্ট অনুমান রাত ৮টার দিকে শিশুটি প্রকৃতির ডাকে ঘর থেকে বাহির হয়।বাথরুম থেকে ফিরে আসার সময় পূর্বপরিকল্পিত ভাবে দাড়িয়ে থাকা শফিকুল ইসলাম মেয়েটিকে মুখে হাত চাপা দিয়ে জোরপূর্বক বসত বাড়ির প্রায় ৫০ গজ পশ্চিমে জঙ্গলে নিয়ে যায় এবং ধর্ষণ করে।কান্নার শব্দ শুনে আশেপাশের লোকজন বের হলে শফিকুল ইসলাম হাতে নাতে ধরা পড়ে। পরে প্রত্যক্ষদর্শীরা আসামীকে পুলিশের কাছে সোপর্দ করে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এডভোকেট এম এ আফজল জানায়,শফিকুল ইসলামের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ২০০০ এর ৭ অনুযায়ী অভিযোগ সত্য প্রমানিত হওয়ায় ১৪ বছর সশ্রম কারাদণ্ড ও ৫০হাজার টাকা অর্থদণ্ড এবং একই আইনের ৯এর ১অনুযায়ী অভিযোগ সত্য প্রমানিত হওয়ায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১লক্ষ টাকা অর্থদণ্ড করা হয়েছে।
আরোপিত অর্থদণ্ড ভিকটিমের ক্ষতিপূরণ হিসেবে গণ্য হবে। দণ্ডপ্রাপ্ত আসামীর নিকট হতে বা তার বিদ্যমান সম্পত্তি হতে আদায় করা সম্ভব না হলে ভবিষ্যতে তিনি যে সম্পদের মালিক হবেন,সে সম্পদ হতে আদায় করা হবে বলে রায়ে উল্লেখ করা হয়
Leave a Reply