মির্জা মাহবুবা বেগ,
জেলা প্রতিবেদক(কিশোরগঞ্জ)
✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও প্রশাসনিক আয়োজনে কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। রবিবার ভোরে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসটি শুরু হয়।
সকালে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন কর হয়। সরকারি গুরুদয়াল কলেজ মাঠে অবস্থিত স্মৃতি সৈাধে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, জেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন পুস্প স্তবক অর্পণ করে।
শহিদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে বেলুন আর সাদা পায়রা উড়িয়ে স্বাধীনতা দিবসের মনোরম কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ।
কুচকাওয়াজে অংশগ্রহণ করেন বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বিএনসিসির চৌকস দল। কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ ও পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ।
পরে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য হতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অপরদিকে ভোরের আলো সাহিত্য আসর-কিশোরগঞ্জ কর্তৃক সকাল ১১ঘটিকায় মডেলথানা সংলগ্ন মডার্ণ ডেন্টাল কেয়ারে ছড়া-কবিতা-সঙ্গীত পরিবেশন ও আলোচনার মাধ্যমে দিবসটি পালন করা হয়।
সংগঠনের সভাপতি আজিজুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আমিনুল হক সাদী।
ভোরের আলো সাহিত্য আসরের প্রতিষ্ঠাতা রেজাউল হাবিব রেজাার সঞ্চালনায় অন্যান্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের মানবাধিকার নেত্রী মির্জা মাহবুবা বেগ মৌসুম। সংগঠনের উপদেষ্টা দন্ত চিকিৎসক মোঃ হিরা মিয়া, জ্ঞানতীর্থ পাঠাগারের প্রতিষ্ঠাতা মোঃ আলমগীর অলিক,ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা মোঃ নাজমুস সাকিব, কবিতা আবৃত্তিকার ও শিল্পী প্রিয়া দেবনাথ চুমকী, কবি-গীতিকার ও ছড়াকার মোঃ মর্তুজা জামাল, সমাজকর্মী রহিমা আক্তার ও ক্ষুদে সংবাদ পাঠক নাদিয়া জাহান রেজা।