আজ ৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে সাহিত্য-সংস্কৃতি ও ছড়া শিল্পের নক্ষত্র ডাঃ মোঃ সাহেব আলী খান পাঠান ও বিশিষ্ট ছড়াকার সিরাজুল ফরিদের স্মরণসভা

ভোরের আলো ডেস্কঃ

সাহিত্য ও সংস্কৃতির পুরোধা ডাঃ মোঃ সাহেব আলী খান পাঠান ও বিশিষ্ট ছড়াকার সিরাজুল ফরিদ’র স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ৭এপ্রিল,শুক্রবার, ভোরের আলো সাহিত্য আসর ও জাতীয় সাংবাদিক সংস্থা,জেলা ইউনিট,কিশোরগঞ্জের যৌথ উদ্যোগে বিকেল ৪ঘটিকায় আলোরমেলার ডাঃ আলেকুন্নেছার বাসাস্থ দৈনিক আমার সংগ্রাম পত্রিকার কার্যালয়ে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়।
দৈনিক আমার সংগ্রাম পত্রিকা পরিবার কিশোরগঞ্জ এর সহযোগিতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ভোরের আলো সাহিত্য আসরের সভাপতি নাট্যকার আজিজুর রহমান।
অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোরের আলো সাহিত্য আসরের প্রধান উপদেষ্টা, বর্তমান লক্ষ্মীপুর জেলা বিআরডিবির উপপরিচালক (ডিডি) মোহাম্মদ হাফিজুর রহমান ভূঁইয়া, প্রধান আলোচক ছিলেন ডাঃ সাহেব আলী খান পাঠানের বড় সন্তান পাঠান মজনু মেহবুব (মজনু), ভোরের আলোর প্রতিষ্ঠাতা রেজাউল হাবিব রেজা, উপদেষ্টা দন্তচিকিৎসক মোঃ হিরা মিয়া, পৃষ্ঠপোষক মো. শফিউল আলম, ভোরের আলোর নিয়মিত শিল্পী মোঃ জসিম উদ্দিন, দৈনিক বাংলা পত্রিকার প্রতিনিধি রাকিবুল হাসান রোকেল, কালের নতুন সংবাদ এর সম্পাদক মোঃ খায়রুল ইসলাম, দৈনিক ভোরের সময় পত্রিকার প্রতিনিধি মোঃ আবুল কাসেম, নবচেতনা পত্রিকার প্রতিনিধি মোঃ আমিনুল হক সাদী।
জ্ঞান তীর্থ পাঠাগারের প্রতিষ্ঠাতা আলমগীর অলীকের উপস্থাপনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক আমার সংগ্রাম পত্রিকার স্টাফ মির্জা মাহবুবা বেগ মৌসুমী, আমার সংগ্রাম পত্রিকার ঢাকা বিভাগের প্রধান হাজী মোঃ আবু সাঈদ, আমার সংগ্রাম পত্রিকার হোসেনপুর প্রতিনিধি এম,এম সিরাজুম মুনীর (কলি), করিমগঞ্জ উপজেলা প্রতিনিধি সারওয়ার জাহান, হ্যান্ডপেইন্ট কর্মের উদ্যোক্তা সোমা শেখ, শিল্পী মাজহারুল ইসলাম, শিল্পী জহিরুল হাসান রুবেল, আরিফুর রহমান ইমন, মির্জা শফিকুল আলম বেগ, মানবাধিকার তাসলিমা আক্তার, ক্ষুদে সংবাদ পাঠক, মোঃ মোজাফ্ফর হোসেন খান অর্ক, মোঃ মোদাব্বির হোসেন খান (অরন্য), মোঃ বখতিয়ার সানি, জান্নাতুন ইনসান (তোহা),ঊম্মী আক্তার প্রমুখ।
উল্লেখ্য যে, ডাঃ মো সাহেব আলী পাঠান গত ২৮ মার্চ ও সিরাজুল ফরিদ ২৯ মার্চ এ দুনিয়ার মায়া পরিত্যাগ করে পরপারে পাড়ি জমান। সাহিত্য ক্ষেত্রে উভয়ের অসামান্য অবদান রয়েছে।
আলোচনা শেষে ইফতার পরিবেশন ও দু’আ অনুষ্ঠিত হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category