আজ ৫ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রেসকাউন্সিলে জাতীয় সাংবাদিক সংস্থার “মাহে রমজানের তাৎপর্য” আলোচনা ও ইফতার “

মীর্জা মাহবুবা বেগ

আজ ৯এপ্রিল ২০২৩ রবিবার জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কার্যকরি কমিটির উদ্যোগে বিকেল ৩ঘটিকায় “মাহে রমজানের তাৎপর্য শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে তোফখানা রোডস্থ প্রেসকাউন্সিল কার্যালয়ে ইফতার ও দু’আ অনুষ্ঠিত হয়।
সংগঠনের চেয়ারম্যান লায়ন মোঃ নূর ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক,টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, পাবনা ২ আসনের এমপি আহমেদ ফিরোজ কবির। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রেসকাউন্সিলের সদস্য এম জি কিবরিয়া চৌধুরী ও দৈনিক সকালের সময় পত্রিকার প্রকাশক ও সম্পাদক, জাতীয় সাংবাদিক সংস্তার উপদেষ্টা মোঃ নূর হাকিম।
কার্যকরি কমিটির সভাপতি আবুল বাশার মজুমদারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থার ভাইসচেয়ারম্যান ও দৈনিক আমার সংগ্রাম পত্রিকার সম্পাদকীয় উপদেষ্টা মোঃ রেজাউল হাবিব রেজা, সংস্থার মহাসচিব মোঃ মাসুদুর রহমান দীপু, ভাইসচেয়ারম্যান আনোয়ারুল হক, সিহিয়র যুগ্মমহাসচিব অ্যাড. আলতাফ হোসেন, যুগ্মমহাসচিব আকাশ, যুগ্মমহাসচিব লায়ন হেলাল উদ্দিন হিলু,সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল ইসলাম প্রমুখ।
এ ছাড়া উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সাংবাদিক সংস্থার জেলা কমিটির সদস্য মির্জা মাহবুবা বেগ, মীর্জা শরীফুল আলম বেগ, মীর্জা আবদুর রহমান বেগ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category