ভোরের আলো ডেস্কঃ
ভোরের আলো সাহিত্য আসরের ১৫তম প্রতিষ্ঠা দিবস পালিত হয়েছে।
১৪এপ্রিল,-২০২৩,শুক্রবার ভোরের আলো সাহিত্য আসরের ১৫ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে অনাড়ম্বর পরিবেশে বৈশাখী আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করা হয়।
কিশোরগঞ্জ শহরের প্রাণকেন্দ্র মডেল থানা সংলগ্ন মডার্ণ ডেন্টাল কেয়ারে সকাল ১০ঘটিকায় প্রায় সকল সদস্যের উপস্থিতি তা পালিত হয়। এতে সভাপতিত্ব করেন ভোরের সাহিত্য আসরের সভাপতি নাট্যকার আজিজুর রহমান।
সাহিত্য সংগঠনের প্রতিষ্ঠাতা রেজাউল হাবিব রেজার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক, বীর মুক্তিযোদ্ধা মোঃ নিজাম উদ্দিন।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন লক্ষীপুর বিআরডিবির উপপরিচালক (ডিডি), ভোরের আলো সাহিত্য আসরের প্রধান উপদেষ্টা মোঃ হাফিজুর রহমান ভুইয়া।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তরণ সমাজকল্যাণ উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা মোঃ শফিউল আলম,
কবি ও ছড়াকার মোঃ মূর্তাজা জামাল, ভোরের আলো প্রতিষ্ঠালগ্নের সদস্য মোঃ জসিম উদ্দীন, আজিম উদ্দিন উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য মোঃ ফারুকুজ্জামান, সংগঠনের উপদেষ্টা লায়ন মোঃ জাহাঙ্গীর আলম,নীলগঞ্জ সাহিত্যগোষ্ঠির একনিষ্ঠ দায়িত্বপরায়ণ কর্মী মোঃ মাহবুবুর রহমান জামাল উদ্দিন ওরফে অনন্য এয়াসিন, কবি ও ছড়াকার মোঃ জিয়াউর রহমান, সাহিত্য সংগঠনের বিশিষ্ট শুভাকাঙ্খী মোঃহারুনুর রশিদ, মানবাধিকার কর্মী বিশিষ্ট নারী নেত্রী ও অনুশীলনকারী সাংবাদিক মোছাঃ মীর্জা মাহবুবা বেগ মৌসুমী, ভারত – বাংলাদেশে সাংস্কৃতিক কর্মী ও ভোরের আলো সাহিত্য আসরের নিয়মিত শিল্পী মোঃ মাজহারুল ইসলাম, সংগঠনের সহকারি প্রচার ও প্রকাশনা সম্পাদক শিল্পী মোঃ জহিরুল হাসান রুবেল, অতিথি শিল্পী হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হামিদুর রহমান হামিদ, মানবাধিকার কর্মী মোছাঃ আকলিমা আক্তার, কুকিলকন্ঠী শিল্পী রাখাল চন্দ্র সরকার, কবি ও সাহিত্যিক আসিফ আল নূর, সংগঠনের উপদেষ্টা দন্তচিকিৎসক মোঃ হিরা মিয়া ও তথ্য সংগ্রাক,ইতিহাস লেখক মোঃ আমিনুল হক সাদী।
অনুষ্ঠানে গান,কবিতা,ছড়াপাঠসহ বিগত ১৫ বছরের স্মৃতিচারণ করে বিভিন্ন দিক নিয়ে সদস্যরা আলোচনা করেন। রমজানের ভাবগাম্ভীর্যের কথা স্মরণে রেখে সকল প্রকার অতিরঞ্জিত কর্মপন্থা বাদ দিয়ে একটি সাদাসিধে অনুষ্ঠানে পরিণত করা হয়েছিল এই ১৫তম প্রতিষ্ঠা দিবসকে। অনুষ্ঠান আয়োজনে ছিলো অনলাইন ভার্সনের পত্রিকা ভোরের আলো বিডি ডটকম।
শেষান্তে ভোরের আলো সাহিত্য আসরের সকল উপস্থিতিকে ধন্যবাদ জানিয়ে সভাপতি আজিজুর রহমান অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
Leave a Reply