আজ ২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

কুমিল্লায় ট্রেন দূর্ঘটনা।। আহত শতাধিক।। নিহতের খবর জানা যায়নি।।

  • মেহেদী হাসানঃ
 ১৬ এপ্রিল, ২০২৩ বাংলাদেশ সংবাদ সংস্থা কর্তৃক জানা যায়, কুমিল্লার নাঙ্গলকোটে হাসানপুর স্টেশনে একটি কনটেইনারবাহী মেইল ট্রেনকে পেছন থেকে ধাক্কা দিয়ে সোনার বাংলা এক্সপ্রেসের ইঞ্জিন ও ৭টি বগি লাইনচ্যুত হয়।  এতে শতাধিক যাত্রী আহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এখনো নিহত হবার খবর পাওয়া যায়নি।
রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা শরিফুল আলম বাসসকে জানান, চট্টগ্রাম থেকে ঢাকামুখী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন আজ রোববার সন্ধ্যা পৌনে ৭টার দিকে হাসানপুর স্টেশনে একটি কনটেইনারবাহী মেইল ট্রেনকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে সোনার বাংলা এক্সপ্রেসের ইঞ্জিন ও ৬টি বগি লাইনচ্যুত হয়। লাইনচ্যুত বগির মধ্যে ৩টি এসি চেয়ার ও ৪টি শোভন চেয়ার রয়েছে।  তিনি জানান, হাসানপুর স্টেশনে সিগনাল ফেল করে সোনার বাংলা এক্সপ্রেস মূল লাইন দিয়ে না গিয়ে, লুপ লাইনে ঢুকে পড়ে। তখন লুপ লাইনে দাঁড়িয়ে থাকা কনটেইনারবাহী ট্রেনটিকে পেছন থেকে ধাক্কা দেয় এটি। তাৎক্ষনিকভাবে হতাহতের কোন তথ্য তিনি দিতে পারেন নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category