আজ ৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রধানমন্ত্রীর নির্দেশে কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান নয়ন কৃষকের পাশে

মো: সারোয়ার জাহান বিশেষ প্রতিনিধি
কেন্দ্রীয় ছাত্রলীগের আহ্বানে সাড়া দিয়ে দেশের বিভিন্ন জেলায় কৃষকের ধান কেটে দিচ্ছে সংগঠনটির নেতাকর্মীরা। এরই ধারা বাহিকতায় কৃষি ও খাদ্যশস্যে দেশকে স্বয়ংসম্পূর্ণ করে গড়ে তোলতে চলতি বোরো মৌসুমে ক্ষেত থেকে ধান কেটে কৃষকের ঘরে নিরাপদে পৌঁছে দিতে নিরলস প্রচেষ্টা করে যাচ্ছে কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান নয়ন।

২৬ এপ্রিল রোজ বুধবার সকালে কিশোরগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান নয়নের নের্তৃত্বে জেলার হোসেনপুর উপজেলার গোবিন্দপুর হাওরে কৃষক খলিল মিয়ার জমির ধান কেটে দেন জেলা ছাত্রলীগের নেতা কর্মীরা। এ সময় হোসেনপুর উপজেলা ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী ধান কাটায় অংশ নেন।

সাংবাদিকদের লুৎফর রহমান নয়ন জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের কৃষকের পাশে দাড়ানোর আহ্বান করেছেন।নেত্রীর নির্দেশ অনুসারে আমরা সর্বদাই কৃষকের পাশে কাজ করে যাবো।কৃষক বাচঁলে দেশ বাচঁবে,আমরা কিশোরগঞ্জ জেলার যেকোন প্রান্তের কৃষকের পাশে দাড়াতে প্রস্তুত আছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category